ফিচার

জাপায় ক্ষমতা ভাগাভাগিতে আপাতত সমঝোতা দেবর-ভাবির

By Daily Satkhira

September 08, 2019

রাজনীতির সংবাদ: পাল্টাপাল্টি অবস্থানের পর এবার দেবর-ভাবির মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষই কিছুটা ছাড় দিয়ে মতৈক্যে পৌঁছতে প্রস্তুত। খুব শিগগিরই জিএম কাদের ও রওশন এরশাদ একমঞ্চে উঠবেন বলে জানা গেছে।

দলীয় সূত্রে জানা যায়, পার্টির হাল ধরছেন এরশাদের ভাই জি এম কাদের। তাকে পার্টির চেয়ারম্যান হিসেবে মেনে নিচ্ছেন রওশন এরশাদ। তবে ছাড় দিতে হচ্ছে সংসদের বিরোধীদলীয় নেতার পদটি। ওই পদে থাকবেন এরশাদপত্নী। অন্যদিকে জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতার পদটি রওশন এরশাদ দেবর জি এম কাদেরকে ছেড়ে দিতে পারেন। তবে দলের গঠনতন্ত্র অনুযায়ী বেগম রওশন এরশাদ পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান হিসেবে বহাল থাকছেন। আর এরশাদের মৃত্যুতে শূন্য হওয়া রংপুর-৩ আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন কে পাবেন তা সমঝোতার ভিত্তিতেই চূড়ান্ত হবে।

জাতীয় পার্টির চলমান সংকট প্রসঙ্গে জানতে চাইলে দলের মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, আগুন নিভে গেছে। চলমান সমস্যার সমাধান হয়ে গেছে। আজকালের মধ্যেই সংবাদ সম্মেলনের মাধ্যমে সব সমস্যার ইতি টানা হবে।

পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, জাতীয় পার্টিতে বিভেদের অবকাশ নেই। বিভ্রান্তির কোনো সুযোগ নেই। সঠিক পথে ও সুশৃঙ্খলভাবে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে এগিয়ে যাবে।

পার্টির যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা এমপি বলেন, জি এম কাদের পার্টির চেয়ারম্যান। এ নিয়ে আমাদের কোনো দ্বিমত নেই। সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদকে আমরা একাদশ জাতীয় সংসদেও বিরোধীদলীয় নেতা হিসেবে চাই। আশা করি, চলমান সংকটের সমাধান হতে যাচ্ছে। জি এম কাদের ও রওশন এরশাদের যৌথ নেতৃত্বে দল আগের চেয়ে বেশি শক্তিশালী হবে।

পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ বলেন, বেগম রওশন এরশাদ আমাদের মায়ের মতো, তিনি আমাদের অভিভাবক। আমরা বিশ্বাস করি, কিছু মানুষের পরামর্শে বেগম রওশন এরশাদকে বিভ্রান্ত করা যাবে না।

গত বুধবার পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ সিনিয়র কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদকে চেয়ারম্যান ঘোষণা করেন। এ ঘোষণার পর থেকেই সারা দেশে জাতীয় পার্টির নেতা-কর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। শুক্রবার বনানীর কার্যালয়ে দলের অধিকাংশ প্রেসিডিয়াম সদস্য ও এমপিদের নিয়ে যৌথসভা করেন জি এম কাদের। বৈঠকে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও ফখরুল ইমামকে শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী গতকাল আনুষ্ঠানিকভাবে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের তা জানানোর কথা ছিল। একই সঙ্গে জাতীয় পার্টির পার্লামেন্টারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, রংপুর-৩ আসনের চূড়ান্ত প্রার্থী হিসেবে রংপুর মহানগর সেক্রেটারি এস এম ইয়াসিরের নাম ঘোষণার কথা ছিল। কিন্তু কাদের ও রওশনপন্থি উভয়েই ঐকমত্যের দিকে থাকায় ঘোষণা দেওয়া হয়নি। একই কারণে গতকাল বিকালে বেগম রওশন এরশাদের বাসায় সংবাদ সম্মেলনের মাধ্যমে রওশনপন্থিদের পক্ষে রংপুর-৩ আসনের উপনির্বাচনে সাদ এরশাদের নাম ঘোষণাও স্থগিত করা হয়। রোববার দুপুর ১টায় বেগম রওশন এরশাদ সংসদ ভবনে পার্লামেন্টারি পার্টির সভা আহ্বান করেছেন।

বিশ্বস্ত সূত্র জানিয়েছে, আজ দুপুরের পর মসিউর রহমান রাঙ্গা সংবাদ সম্মেলন করবেন। এ সময় জি এম কাদের এবং বেগম রওশন এরশাদ উভয়েই উপস্থিত থাকতে পারেন। তবে রংপুর-৩ আসনে প্রার্থীর বিষয়ে সাদকে মেনে নিচ্ছেন না স্থানীয় নেতারা। পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা ইতিমধ্যে সাদের বিপক্ষে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন।