ফিচার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে আগামী বছর সমন্বিত ভর্তি পরীক্ষা : শিক্ষামন্ত্রী

By Daily Satkhira

September 09, 2019

শিক্ষা সংবাদ: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন আগামী বছর থেকে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেয়া হবে। রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ইতোমধ্যে সরকারের উদ্যোগে দেশের সব কৃষি বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা কার্যক্রম শুরু হয়েছে। আগামী ৩০ নিভেম্বর এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ২০২০ খ্রিষ্টাব্দ থেকে সব কয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জাতীয় পার্টির এমপি রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, গ্রামীণ জনপদকে শিক্ষিত করার মাধ্যমেই সমগ্র দেশের শিক্ষার মানোন্নয়ন করা সম্ভব। পল্লী এলাকার শিক্ষা প্রতিষ্ঠানসমূহকে বিদ্যামান আইন ও নীতিমালার আলোকে অবকাঠামো উন্নয়ন, এমপিওভুক্তকরণ এবং সরকারিকরণ করার বিষয়টি বিবেচনা করা হবে।

সংসদের বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।