সাতক্ষীরা

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মহড়া

By daily satkhira

September 09, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় ঘূর্ণিঝড় প্রস্তুতি মূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসক চত্বরে অনুষ্ঠিত মহড়ার উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি(সিপিপি),সাতক্ষীরার বাস্তবায়নে ঘুর্ণিঝড় মোকাবেলায় উপকুলবাসীকে সচতেনতার লক্ষ্যে বিভিন্ন মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বদিউজ্জামান, জেলা দুর্যোগ ও ত্রাণ কর্মকর্তা প্রশান্ত কুমার রায়, এন ডিসি সজল মোল্লা, সাতক্ষীরা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্টের স্টেশন ম্যানেজার আজিজুর রহমান প্রমুখ। মহড়ায় ঘুর্ণিঝড় উপকূলবাসীকে কি ধরনের ক্ষয়ক্ষতি করতে পারে। মানুষের অসচেতনতার কারণে বহু মানুষের প্রাণহানি হতে পারে এবং তা মোকাবেলায় কিভাবে কাজ করা যেতে পারে সে বিষয়ের উপর প্রদর্শিত হয়।