তালা

কপোতাক্ষ নদী থেকে বালু উত্তোলন ॥ একব্যক্তির সাজা

By daily satkhira

September 09, 2019

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরার তালায় কপোতাক্ষ নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে কার্গোর মালিককে ১ মাসের সাজা প্রদান করেছেন ভ্র্যাম্যমান আদালত। সোমবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইকবাল হোসেন অভিযান পরিচালনা করেন। জানাযায়, খুলনার পাইকগাছা উপজেলার লাড়–লী গ্রামর মোঃ লুৎফুর রহমানের ছেলে মোঃ আতিয়ার রহমান দীর্ঘদিন ধরে কপোতাক্ষ নদী থেকে কার্গো নিয়ে নিয়মিতভাবে বালু উত্তোলন করে আসছিল। সোমবার সকালে তালা উপজেলার চরকানাইদিয়া কপোতাক্ষ নদী থেকে দু’শ্রমিক নিয়ে বালু উত্তোলন করছিল। খবর পেয়ে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন কার্গো ও কার্গোর মালিক মোঃ আতিয়ার রহমানকে আটক করে। পরে ভ্র্যাম্যমাণ আদালতে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২০১০ এর ১৫ (১) ধারার অপরাধে কার্গোর মালিককে এক মাসের সাজা প্রদান করেন ও কার্গো জব্দ করা হয়।