নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় রয়েল আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে দুই যুবতীকে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে- অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে দুই যুবতীকে আটক করে দণ্ডবিধি ১৮৬০এর ২৯১ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা নেতৃত্বে এ অভিযান পরিচালনা করে তাদের সাজা প্রদান করেন। আটককৃতরা হলো নড়াইল সদরের চরকোটাকল গ্রামের আব্দুল লতিফের কন্যা সুলতানা ও জামালপুর জেলার ইসলাম উপজেলার দটিয়াবাগ গ্রামের সামী শেখের কন্যা সাথী আক্তার। এদিকে, শহরের বেশকিছু আবাসিক হোটেল থেকে প্রায়ই অসামাজিক কার্যকলাপের অভিযোগে নারী ও পুরুষ আটক হলেও মূল ব্যবসায়ীরা রয়েছে ধরা ছোঁয়ার বাইরে। সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন, আবাসিক হোটেল ব্যবসায়ীদের যোগসাজশে যুব সমাজকে ধ্বংস করার অসামাজিক কার্যকলাপ বন্ধ হচ্ছে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারলেই এটা বন্ধ হবে। উল্লেখ্য, রয়েল আবাসিক এবং বাস-টার্মিনালে সাতক্ষীরা আবাসিক হোটেল এর মালিক আব্দুল গফুর ও তার ভাই আব্দুল আজিজ।