সাতক্ষীরা

আদিবাসীদের অধিকার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

By Daily Satkhira

September 12, 2019

আসাদুজ্জামান: আদিবসীরা এখনও পিছিয়ে রয়েছে উল্লেখ করে তাদেরকে সমাজের মূলধারার সাথে সম্পৃক্ত করার আহবান জানিয়েছে সচেতন নাগরিক কমিটি সনাক সাতক্ষীরা ও সুন্দরবন আদিবাসী মুন্ডা সংস্থার নেতৃবৃন্দ। এ ব্যাপারে তারা সরকারের দৃষ্টি আকর্ষন করে বলেন, আদিবাসীরাও সমাজের সব উন্নয়ন অংশীদার হতে পারে। বুধবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে আদিবাসী ভাষা সংরক্ষন ও চর্চার মাধ্যমে গুনগত শিক্ষার নিশ্চয়তা’ শীর্ষক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন। সচেতন নাগরিক কমিটি সনাক সাতক্ষীরার সভাপতি পল্টু বাসারের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, প্রফেসর আবদুল হামিদ, ডা. সুশান্ত কমার ঘোষ, কিশোরী মোহন সরকার, আবুল কালাম আজাদ, এম. কামরুজ্জামান, মাধব দত্ত, জোসনা দত্ত, কৃষ্ণপদ মুন্ডা প্রমূখ। এই মানববন্ধন করা হয়। এ সময় তারা বিভিন্ন দাবি তুলে ধরেন। এর মধ্যে রয়েছে তাদের সাংবিধানিক স্বীকৃতি, আন্তর্জাতিক সনদসমূহ বাস্তবায়ন, মাতৃভাষায় শিক্ষা গ্রহন , ভূমি মালিকানা ও হস্তান্তর সমস্যা।