তালা

তালাকে মডেল উপজেলা করতে মাঠে নেমেছেন ইউএনও ইকবাল

By Daily Satkhira

September 12, 2019

এসএম বাচ্চু,তালা(সাতক্ষীরা)প্রতিনিধি: যোগদান করেছেন প্রায় দেড় মাস তার পর হতে নানা ধরনের উন্নয়ন ও সেবা মূলক কাজ , শিক্ষা, সহ কখনও সবুজ ধানক্ষেতের মাঝে, কখনোবা বিল মাড়িয়ে খালে, উপজেলার বিভিন্ন বাজারের ফুটপাত দখলমুক্ত করা, কখনো প্রবাহমান খালে অবৈধ নেট-পাটা, দখলদার উচ্ছেদ, ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অব্যাহত রাখতে জনসচেতনতা বৃদ্ধি,মাদক মুক্ত উপজেলা গঠন, হতদরিদ্র, নিপীড়িত, নির্যাতিত মানুষের খোঁজখবর নিতে কমিউনিটি ক্লিনিক ও ইউনিয়ন পরিষদের কার্যক্রম নিয়মিত তদারকি করা সহ ভ্রাম্যমাণ আধালতে জেলা-জরিমানা করা করে আইনের শাসন, নাগরিক অধিকার নিশ্চিত ও সামাজিক সুরক্ষা গড়ার প্রত্যয় নিয়ে তালা উপজেলার একপ্রান্ত থেকে অপর প্রান্তে ছুটে চলেছেন তিনি। সাধারণ মানুষের মণিকোঠায় স্থান করে নিয়েছেন তিনি।এতক্ষন বলছিলাম এমনই একজন ব্যক্তির কথা। যিনি আর কেউ নন, সাতক্ষীরার তালা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। প্রকাশ, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাসিন্দা ইউএনও ইকবাল হোসেন সাংসারিক জীবনে এক পুত্র ও এক কন্যা কন্যা সন্তানের জনক । তিনিঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজিতে অনার্স শেষ করে ২০১১ সালে ২৯তম বিসিএস ব্যাচে প্রশাসন ক্যাডার সার্ভিসে অন্তভূক্ত হয়ে। প্রথমে ঝিনাইদহ ,বরগুনা, পটুয়াখালির মির্জানগর,সাতক্ষীরার দেবহাটা দায়িত্ব পালন শেষে গত ৩০ জুলাই তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্বেভার গ্রহন করে । দায়িত্বভার গ্রহন করার পর হতেই সৎ,সাহসীকতা,আইননের শাসন প্রতিষ্ঠা করার জন্য উপজেলাবাসী যেন সস্তির নিশ্বাস ফেলেতে শুরো করেছে । এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি এ প্রতিবেদককে জানান, কথায় নয় আমি কাজে বিশ্বাসী। তালা উপজেলাকে আমি একটি মডেল উপজেলা গড়ার প্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছি। এটা করা জন্য উপজেলার সকলের সহযোগিতা থাকলে আমি সেটা বাস্তবায়ন করতে পারবো।