সাতক্ষীরা

কোদন্ডা স্কুলে এমপি রুহুল হক-পদ্মা সেতু একসময় অকল্পনীয় মনে হলেও শেখ হাসিনার দৃঢ়তায় আজ তা বাস্তব

By Daily Satkhira

March 23, 2017

সোহরাব হোসেন : আশাশুনির কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও প্রাক্তন প্রধান শিক্ষক মনীন্দ্রনাথ বসাকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে কোদন্ডা মাধ্যমিক বিদ্যালয় এলামনাই এসোসিয়েশনের আয়োজনে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি সরোয়ার হোসেন ও প্রধান শিক্ষক বুদ্ধদেব সরকারের সার্বিক ব্যবস্থাপনায় ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনী ও বিদায় সংবর্ধনায় সভাপতিত্ব করেন প্রাক্তন ছাত্র ও সংবর্ধনা উদযাপন পরিষদের আহবায়ক ডা. মোঃ শরিফুল ইসলাম। সংবর্ধনা উদযাপন পরিষদের সদস্য সচিব মৃত্যুঞ্জয় দাশের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। এসম তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকা-ের কথা তুলে ধরে বলেন, “দেশি-বিদেশি ষঢ়যন্ত্রে একসময় পদ্মা সেতু অকল্পনীয় মনে হলেও শেখ হাসিনার দৃঢ়তায় আজ তা বাস্তব হয়েছে। সম্পূর্ণ দেশের অর্থে নির্মিতব্য এ সেতু সাতক্ষীরা তথা সমগ্র দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন আলোকবর্তিকা হয়ে দেখা দেবে।” তিনি আরও বলেন, “আমি আগেও এলাকার মানুষের পাশে থেকেছি, এলাকার উন্নয়নের জন্য লড়াই করেছি, এখনও মানুষের পাশে আছি থাকব এবং সাতক্ষীরাবাসী উন্নয়নে কাজ করে যাব। ইতিমধ্যেই বর্তমান সরকার দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে, ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিচ্ছে। জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বসভায় এক অনন্য আসন লাভ করেছে। আর তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ডাঃ মোখলেছুর রহমান, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তৌহিদুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুষমা সুলতানা, রংপুর অতিরিক্ত পুলিশ সুপার আবু বকর সিদ্দিক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রবীন্দ্র নাথ মন্ডল, বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাঃ সুশংকর মন্ডল, অগ্রণী ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার সাধন চন্দ্র মন্ডল, হাইকোর্টের এড. উদয় বসাক, সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ সেক্রেটারি এড. শহিদুল ইসলাম পিন্টু, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, ওসি (তদন্ত) জুলফিকার আলী, সাবেক চেয়ারম্যান সেলিম রেজা সেলিম, সমাজসেবক রাজ্যেশ্বর দাশ, প্রেসকাব সেক্রেটারি জিএম আল ফারুক, যুগ্ম-সম্পাদক প্রভাষক মাসুদুর রহমান মাসুদ, দপ্তর সম্পাদক আলী নেওয়াজ প্রমুখ। সভায় প্রধান অতিথি বলেন শিক্ষকরা জাতি গঠনের কারিগর। সরকার শিক্ষার উন্নয়নে সকল রকম কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছে। দেশ থেকে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করতে হলে জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।