শিক্ষা

চলতি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসছে জোবাইক

By Daily Satkhira

September 13, 2019

শিক্ষা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলতি মাসেই চালু হতে যাচ্ছে অ্যাপসভিত্তিক বাইসাইকেল সেবা জোবাইক। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক শামস ঈ নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ প্যানেলের ছাত্র পরিবহন সম্পাদক শামস ঈ নোমানের নির্বাচনি ইশতেহার ছিলো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অ্যাপসভিত্তিক বাইসাইকেল সেবা নিয়ে আসা। ডাকসু নির্বাচনের ছয়মাস পর বহুল প্রতিক্ষিত এ সেবা নিয়ে আসছেন তিনি।

এ বিষয়ে শামস ঈ নোমান বলেন, এ মাসেই জোবাইক চালু করার চেষ্টা করছি। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর স্যারের সাথে এ ব্যাপারে কথা বলেছি। আশা করছি এ মাসের শেষের দিকেই জোবাইক সেবা চালু করতে সক্ষম হবো।

তিনি জানান, প্রাথমিকভাবে ১০০টি বাইসাইকেল এই সেবার আওতায় আনা হবে। প্রয়োজনে আরো বাইসাইকেল যুক্ত করা হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের প্রতিটি আবাসিক হল, কার্জন হল, কলাভবন, ব্যবসায় শিক্ষা অনুষদ, সামাজিক বিজ্ঞান ভবন, টিএসসি, কেন্দ্রীয় গ্রন্থাগারসহ প্রয়োজনীয় স্থানগুলোতে বাইসাইকেলের স্ট্যান্ড থাকবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকগণ এ সেবা নিতে পারবেন। ডাকসু এর সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করবে।