কে এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো: দেবহাটার পাতনার বিলের খালে জলাবদ্ধতা নিরাসনের জন্য নেট-পাটা অপসারণ করা হয়েছে। শ নিবার সকাল ৭টায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনের নের্তৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে সখিপুর ইউনিয়নের সকল গ্রাম পুলিশ উপস্থিত থেকে খালের মধ্যে থাকা সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করেন। এবিষয়ে ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন বলেন, অতীতে খালটি জলাবদ্ধতা নিরসনে উন্মুক্ত থাকলেও কালের পরিক্রমায় কিছু মানুষ নিজেদের স্বার্থ হাসিলের উদ্দেশ্যে খালের বুকে নেট পাটা দেওয়ায় খালটি তার পুরোনো যৌবন হারিয়ে ফেলেছে। এতে খালে জোয়ার ভাটার সম্পর্ক প্রায় হারাতে বসেছে। তাই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনা মোতাবেক সকল প্রকার অবৈধ দখল, কারেন্ট জাল, বাঁশের পাটা, নেট ইত্যাদি অপসারণ করা হয়েছে। পর্যায়ক্রমে সকল খালের নেট-পাটা অপসারণ করা হবে।