জাতীয়

সিমেন্ট বোঝাই ট্রাক খাদে, নিহত ১০

By Daily Satkhira

March 24, 2017

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা থানাধীন মেহেরাবাড়ি এলাকায় সিমেন্ট বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে শিশু ও নারীসহ ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোর সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট উদ্ধার কাজ চালাচ্ছে। ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জয়নাল আবেদিন এই তথ্য জানান।

ত্রিশাল ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানান, আজ ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা স্ক্যান সিমেন্ট বোঝাই দ্রুতগামী একটি ট্রাক (নম্বর- ঢাকা মেট্রো-১১-০৩২৯) নিয়ন্ত্রণ হারিয়ে ভালুকার মেহেরাবাড়ি এলাকায় সড়কের পাশে খাদে পড়ে যায়। সিমেন্টের বস্তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ শিশু, ৩ নারী ও অজ্ঞাত ৩জন পুরুষ নিহত হয়েছেন। এ সময় আহত ৩জনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ১জনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে ৯জনের লাশ ভালুকা থানায় রাখা হয়েছে। হতাহতরা সবাই ট্রাকে করে শেরপুর ও জামালপুর যাচ্ছিলেন।  তবে তাদের নাম ঠিকানা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। উদ্ধার কাজ চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করেছেন তিনি। এদিকে, এ ঘটনায় ভালুকা ও ত্রিশালের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ও পুলিশ উদ্ধার কাজ চালাচ্ছে।