সাতক্ষীরা

সাতক্ষীরায় এখনো কমেনি ডেঙ্গুর প্রভাব, আজ পর্যন্ত আক্রান্ত ৬২৯

By Daily Satkhira

September 15, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরায় ডেঙ্গুর প্রভাব এখনো কমেনি। প্রতিদিনই এডিস মশার কামড়ে নতুন নতুন রোগী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হচ্ছেন। গত ২৪ ঘন্টায় সাতক্ষীরায় আরো ১০ ডেঙ্গু রোগীর সন্ধান মিলেছে। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত জেলায় মোট ৬২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। এর মধ্যে বিভিন্ন হাসপাতালে এখনও পর্যন্ত ভর্তি রয়েছে ৪১ জন। চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন আরো ৪৪১ জন এবং উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে আরো ১৪৭ জনকে। এদিকে, জলাবদ্ধতার কারনে সাতক্ষীরার ডেঙ্গুর প্রভাব মুক্ত করা যাচ্ছে না বলে মনে করছেন সচেতনমহল। তারা মনে করেন অসচেতনতার কারনে ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তবে অল্প দিনের মধ্যে ডেঙ্গু মুক্ত হয়ে যাবে বলে মনে করেন সাতক্ষীরা জেলা প্রশাসক।