এসএম বাচ্চু,তালা প্রতিনিধি :তালা উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেনের প্রতিশ্রুতি অনুযায়ী সিঙ্গার কোম্পাণীর ৬ টি এসি চলে এসেছে। বাকী ৬ টি রয়েছে আসার অপেক্ষায়। রোববার বিকেল সাড়ে ৪টার দিকে সিঙ্গারের রিজিওনাল কর্মকর্তা হেদায়েত উল্ল্যাহ সেগুলো নিয়ে হাসপাতালে পৌছান।এসময় তার কাছ থেকে এসিগুলো বুঝে নেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা মীর আবু মাউদ। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তালা শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্য এনামুল হক,আরএমও রাজীব সরদার প্রমূখ। প্রকাশ,তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা রোগীদের গরমে দূর্বিসহ দূর্ভোগের চিত্র দেখে,তাদের কষ্ট উপলব্ধি করে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের ফেইসবুক আইডিতে ১২ সেপ্টেম্বর রাত ১০ টায় দেয়া এক স্ট্যাটাসের পর আজ সত্যি সত্যিই হাসপাতালে এসিগুলো এসে পৌছালো। ১২ সেপ্টেম্বর রাত ১০ টায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে উপজেলা নির্বাহী অফিসারের দেওয়া হৃদয়গ্রাহী স্ট্যটাসটি ফের হুবহু তুলে ধরা হল পাঠকদের জন্য তুলে ধরা হয়েছিলো বিভিন্ন পত্র-পত্রিকায় । এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ইকবাল হোসেন ট্রেনিং থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ।