তালা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলায় অভিযান চালিয়ে একটি তক্ষকসহ পাঁচ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৬) সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা। সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানি কমান্ডার শামীম সরকারের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-৬ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তালা উপজেলার পাটকেলঘাটা থানার মোকসেদপুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের উজ্জ্বল দাস (৩৩), দেবহাটার টিকেট গ্রামের মমিন মোল্লা (৪৪), সাতক্ষীরা সদরের শ্রীরামপুর গ্রামের খায়রুজ্জামান (২৮), তালার মেশার ডাঙ্গীর সুরঞ্জন বৈরাগী (৩৯) ও চোমর খালীর ইদ্রিস আলীকে (৪৭) আটক করে। এ সময় তাদের কাছ থেকে প্লাটিকের ঝুড়িতে জাল দিয়ে জড়ানো একটি তক্ষক উদ্ধার করা হয়। আটক চোরাকারবারীদের পাটকেলঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।