আশাশুনি

গোয়ালডাঙ্গায় সড়ক থেকে বালু ও কাঠ অপসারণ

By daily satkhira

September 17, 2019

আশাশুনি ব্যুরো: গত ১৫ই সেপ্টেম্বর রবিবার বিভিন্ন গণমাধ্যমে “গোয়ালডাঙ্গায় সড়ক দখল করে চলছে বালুর ব্যবসা” শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হলে বিষয়টি প্রশাসনের নজরে আশায় মঙ্গলবার সকালে রাস্তা থেকে সেই বালু ও তার পাশে থাকা কাঠ অপসারণ করা হয়েছে। উপজেলার বড়দল ইউনিয়নের গোয়ালডাঙ্গা বাজারের পশ্চিমপাশের রাস্তায় থাকা বালি ও কাঠ উপজেলা নিবার্হী অফিসার মীর আলিফ রেজার নির্দেশে ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া আক্তার এর সার্বিক ব্যবস্থাপনায় বড়দল ইউনিয়ন (ভূমি) কর্মকর্তা রনজিত কুমার মন্ডল এ অপসারণ কাজ পরিচালনা করেন। উল্লেখ্য, আশাশুনি উপজেলার বড়দল টু মানিকখালী সড়কে সড়ক দখল করে বালুর ব্যবসা পরিচালনাকালে গত রবিবার রাস্তা বন্ধ করে বালুর স্তূপের সামনে ট্রাক দাঁড় করিয়ে চলে আনলোড। রাস্তা বালুর স্তূপ ও ট্রাকের দখলে থাকায় পথচারীদের পোহাতে হয় ভোগান্তি। ইউনিয়নের জামালনগর গ্রামের মৃত আনসার সরদারের ছেলে হামিদ আলী ও হামিজউদ্দীন সরদারের ছেলে আঃ সালাম গাজী দীর্ঘদিন ধরে রাস্তা দখল করে বালুর ব্যবসা চালিয়ে আসছিলেন। রবিবার অতিরিক্ত বালু বোঝায় ট্রাক এর কারণে রাস্তা বসে পিচ উঠে আনুমানিক ২০ ফুটের মতো সড়কে ফাঁটল দেখা দিলে এলাকার সাধারণ জনগন ফুঁসে ওঠে এবং বিভিন্ন গণমাধ্যমে এ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়। তড়িৎ গতিতে পদক্ষেপ নিয়ে সড়ক থেকে বালু ও কাঠ অপসারণ করায় প্রশাসনকে কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী।