ফিচার

যুবলীগের ট্রাইব্যুনালে অভিযোগ ও তথ্যপ্রমাণ পাঠানোর আহ্বান

By Daily Satkhira

September 17, 2019

রাজনীতির খবর: যুবলীগের কোনও নেতা বা কোনও শাখার বিরুদ্ধে অভিযোগ থাকলে সংগঠনটি নিজস্ব ট্রাইব্যুনালের মাধ্যমে এর তদন্ত ও বিচার করবে। এ জন্য যুবলীগ চেয়ারম্যান বা সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ ও প্রমাণ পাঠাতে বলা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। অভিযোগ ও তথ্যপ্রমাণ সাধারণ সম্পাদক হারুনুর রশীদের ফোন নম্বরে (০১৭১২১৩৯০৮৮) বা ইমেইলে (ikvw13@gmail.com) পাঠাতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, তথ্যপ্রমাণের ভিত্তিতে যুবলীগের কোনও নেতা বা শাখার বিরুদ্ধে অভিযোগের যদি ন্যূনতমও সত্যতা পাওয়া যায় তাহলে তাৎক্ষণিকভাবে ওই নেতা বা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদি অভিযোগ ফৌজদারি অপরাধের পর্যায়ে পড়ে তাহলে সংশ্লিষ্ট থানায় তা পাঠানো হবে এবং অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ওই থানাকে অনুরোধ করা হবে। সম্প্রতি গণমাধ্যমে যুবলীগ সম্পর্কে সংবাদ প্রকাশের জেরে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।