বেনাপোল(যশোর)প্রতিনিধি: বেনাপোল স্থল বন্দর দিয়ে দু-দেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ। বুধবার (সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারত-বাংলাদেশ দুই দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে পাসপোর্ট যাত্রীদের চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ইমিগ্রেশন পুলিশ। ভারতের পেট্রাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী কার্তিক চক্রবর্তী জানান, ভারতে বিশ্বকর্মা পুজা উপলে বুধবার দু-দেশের মধ্যে সকল প্রকার আমদানি রফতানি বন্ধ রয়েছে। বেনাপোল কাস্টমসের সহকারি কমিশনার উত্তম চাকমা আমদানি রফতানি বন্ধ থাকার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভারতীয় কাস্টমস কতৃপ আমাদের একটি চিঠি দিয়ে বিষয়টি অবগত করেছেন। বৃহস্পতিবার সকাল থেকে দু-দেশের মধ্যে পুনরায় আমদানি রফতানি বাণিজ্য সচল থাকবে। বেনাপোল বন্দর ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে ৭/৮’শ পণ্য বোঝাই ট্রাক আটকে আছে বাংলাদেশে প্রবেশের অপোয়।