দেবহাটা ব্যুরো : বাংলাদেশ সরকারের স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়তে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের ছোঁয়া বাংলাদেশের সর্বত্র ছড়িয়ে পড়েছে। যার উদাহরণস্বরূপ সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার অবহেলিত এলাকা আটশতবিঘা, কালাবাড়িয়া, ঢেপুখালি, পাইকপাড়া, কামকাটিয়া, চালতেতলাসহ বিভিন্ন অঞ্চলে বিদ্যুতায়ন পৌছে দিতে সক্ষম হয়েছে। শুক্রবার বেলা ১১টায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুজিবর রহমানে সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডে বিদ্যুৎ উদ্বোধন করেন সাতক্ষীরা-৩ আসনের সংসদ সদস্য, সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রাণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টামন্ডলীর সদস্য অধ্যাপক ডা.আ ফ ম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বাবু রবিন্দ্রনাথ দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির কালিগঞ্জ জোনাল ম্যানেজার বাবু তুষার কান্তি মন্ডল, পারুলিয়া ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, এলাকা পরিচালক-৯ আকসাদ হোসেন মন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবু মনোরঞ্জন মুখার্জি মনিবাবু, নাজমুস সাহাদাত নফর বিশ^াস, মীর খায়রুল আলম, আসাদুর রহমান সেলিম, বিজয় ঘোষ, আকবর আলী, নুরুজ্জামান প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনারুল হক। অনুষ্ঠানে ৯ কিলোমিটার বিদ্যুতায়ন উদ্বোধন করেন এমপি। এদিকে, দেবহাটার ঈদগাহ বাজার মসজিদ, কমিউনিটি কিনিকের রাস্তা উদ্বোধন করেন অধ্যাপক ডা.আফম রুহুল হক এমপি। বিদ্যুৎ উদ্বোধনকালে রুহুল হক এমপি বলেন, শেখ মুজিবর ছিল বলে আজ আমরা স্বাধীন দেশ পেয়েছি। আর শেখ হাসিনা আছে বলে দেশের সাধারণ মানুষের উন্নয়ন হচ্ছে। শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে আজ যখন দেশ এগিয়ে চলেছে ঠিক সেই সময়ে উগ্র, সন্ত্রাস, জঙ্গীবাদ করে স্বাধীনতার বিরোধী শক্তি। স্বাধীনতা যুদ্ধে বাঙ্গালী যেভাবে অংশ গ্রহণ করেছিল সেভাবে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। কোন রকম অপচেষ্টায় শেখ হাসিনার উন্নয়ন বাধাগ্রস্থ করতে পারবে না। আমি জানি এবং বিশ^াস করি শেখ হাসিনা মুখে যা বলেন বাস্তবে তা রূপান্তিত করেন। কেননা তিনি পদ্মাসেতু দেশের অর্থায়নে বাস্তবায়ন করছে। তাই শেখ হাসিনাকে রাখতে হবে বাংলাদের উন্নয়নের কান্ডারি হিসাবে। বক্তব্যে আরো বলেন, আমি নানা কাজে ঢাকায় ও দেশের বাইরে থাকলেও আমার মন প্রাণ থাকে সাতক্ষীরার মানুষের প্রতি। তাই আসুন সবাই একসাথে কাজ করে সরকারের স্বপ্ন বাস্তবায়ন করি।