রাজনীতি

বিলুপ্ত হচ্ছে ঢাকা মহানগর যুবলীগের দুই কমিটি

By Daily Satkhira

September 20, 2019

রাজনীতির খবর: অবৈধ ক্যাসিনো চালানোর অভিযোগে তীব্র সমালোচনার মুখে পড়েছে আওয়ামী যুবলীগ। বাতিল করা হচ্ছে সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) যুবলীগের দুই কমিটি বিলুপ্ত করার বিষয়টি জানান সংগঠনের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।

গণমাধ্যমকে যুবলীগ চেয়ারম্যান বলেন, যেহেতু আইনপ্রয়োগকারী সংস্থা উত্তর এবং দক্ষিণের কমিটির বেশকিছু নেতার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ উত্থাপন করেছে। সেজন্য সুষ্ঠু তদন্তের স্বার্থে আমরা এ কমিটি দুটো বিলুপ্ত করছি। যতদ্রুত সম্ভব নতুন কমিটির জন্য সম্মেলন আয়োজন করা হবে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, যুবলীগের ঢাকা উত্তর ও দক্ষিণ কমিটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। ইতিমধ্যেই আওয়ামী লীগ সভাপতি আগামী ১০ ডিসেম্বরের মধ্যে মেয়াদোত্তীর্ণ আওয়ামী লীগের সকল অঙ্গ-সহযোগী এবং ভ্রাতৃপ্রতীম সংগঠনের সম্মেলন অনুষ্ঠানের জন্য নির্দেশ দিয়েছেন। এই সময়ের মধ্যেই যুবলীগের সম্মেলন আয়োজন করা হবে।

এর আগে বুধবার রাতে রাজধানীর ফকিরেরপুলে ইয়ংমেন্স ক্লাবের নামে ক্যাসিনো চালানোর অভিযোগে ঢাকা দক্ষিণের সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভূঁইয়া গ্রেফতার করে র‌্যাব।