জাতীয়

জি কে শামীমের অফিস যেন টাকার খনি !

By Daily Satkhira

September 20, 2019

দেশের খবর: যুবলীগ নেতা শামীমের কার্যালয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা ও স্থায়ী আমানতের (এফডিআর) কাগজ পেয়েছে র‌্যাব। এছাড়া অবৈধ অস্ত্র ও মাদকও উদ্ধার করা হয়। জানা গেছে, ৭টি শটগান ও অবৈধ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে শামীমরি কার্যালয়ে। রাজধানীর বাসাবোতে পাঁচটি বাড়ি আছে তার। চাঁদাবাজি ও টেন্ডারবাজির অভিযোগে আটক যুবলীগের সমবায় বিষয়ক সম্পাদক এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের অফিস থেকে নগদ ১০ কোটি টাকা ও ২০০ কোটি টাকা সমপরিমাণের বিভিন্ন ব্যাংকের এফডিআর চেক, বিদেশি মদ ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাব।শুক্রবার র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারেয়ার বিন কাশেম বিষয়টি নিশ্চিত করেছেন।রাজধানীর নিকেতনে ৫ নম্বর সড়কের নিজ বাস থেকে শামীমের দেহরক্ষী সহ আটকের পর ৪ নম্বর রোডের ১১৪ নম্বর ভবনে তার অফিসে এসে তল্লাসি চালায় র‌্যাব।

আজ সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত নিকেতনের ডি ব্লকের ৫ নম্বর রোডের ১৪৪ নম্বর বাসা ঘিরে চলে এই অভিযান। এর আগে নিকেতন এলাকায় জি কে শামীমের আরেকটি বাসা থেকে তাকে ডেকে আনা হয়। পরে তাঁকে আটক করেই অভিযান চালায় র‌্যাব। এদিকে শামীম যুবলীগের কেন্দ্রীয় সমবায় সম্পাদক বলে প্রচারিত হলেও তিনি যুবলীগের কেউ নন বলে দাবি করেছেন সংগঠনটির চেয়ারম্যান ওমর ফারুক চৗধুরী। তিনি বলেন, শামীম নারায়নগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।