তালা

তালায় তরুণদের সাথে  ইউএনও’র উন্মুক্ত মতবিনিময়

By daily satkhira

September 20, 2019

নিজস্ব প্রতিনিধি : তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের উদ্যোগে স্নাতক পড়ুয়া ও স্নাতকোত্তর স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে করণীয় সম্পর্কে উন্মুক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে উপজেলা পরিষদ কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় উপস্থিত থেকে উপজেলার ২শ’ স্নাতক ও স্নাতকোত্তর পড়ুয়া শিক্ষার্থীদের সাথে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উন্মুক্ত আলোচনা করেন ইউএনও মোঃ ইকবাল হোসেন। এ সময় ইউএনও উপস্থিত শিক্ষার্থীদের কাছে বিভিন্ন মতামত নেন এবং পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য, ১৮ সেপ্টেম্বর রাত ৯টা ১৭ মিনিটে তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের অফিসিয়াল ফেসবুকে ‘এক কাপ ইউএনও চা ও একটি ভাবনা’ শিরোনামে একটি স্টাট্যাস দেন। যেখানে তিনি উল্লেখ করেন, তালা উপজেলার সকল স্নাতক পড়ুয়া ও স্নাতকোত্তর সপ্নবাজ ছেলেমেয়েদের সাথে চায়ের আড্ডা। ভবিষ্যৎ ক্যারিয়ার ভাবনা কী ভাবছে তারা এবং করণীয় বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনার কথা ঘোষণা করা হয়। এরপর থেকেই ফেসবুকে অভিনন্দনের ঝড় বইছে। ফেসুবকের মাধ্যমে তালা উপজেলার সাবেক ইউএনও ফরিদ হোসেন মন্তব্য করেছেন, আইডিয়াটা দারুন। অমিও দাস নামে একজন কমেন্টে জানান, আপনার মত সকল নির্বাহী অফিসার যদি বেকার যুবকদের কথা ভাবতেন তবে এই দেশ অনেক স্বনির্ভর দেশ হয়ে উঠবে। তন্ময় দে নামে একজন কমেন্টে জানান, গভীর শ্রদ্ধা ও শুভ কামনা । আপনার বক্তব্যর মাধ্যমে প্রতিনিয়ত কিছু না কিছু শিখছি এবং নিজের মধ্যে ধারনা নিচ্ছি। মনের অজান্তেই খুঁজে পাই আপনার সুক্ষè ও সুদক্ষ অভিজ্ঞতার রুপরস জীবনের বিভিন্ন ক্ষেত্রে । আল্লাহ আপনার সুস্থ ও দীর্ঘজীবন দান করুণ। প্রসঙ্গত, তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন তালায় যোগদানের পর থেকে একের পর এক উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে অল্পদিনেই সাধারণ মানুষের মন জয় করে নিয়েছেন। তার কাজের মধ্যে উল্লেখযোগ্য, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীদের কথা ভেবে সাধারণ ওয়ার্ডে এয়ার কন্ডিশন (এসি) ব্যবস্থা করেছেন। পরিষ্কার পরিচ্ছন্নতা, অবৈধ স্থাপনা, অবৈধ গাড়ী পার্কিং, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় অব্যহত রেখেছেন। ইউএনও’র এমন ব্যতিক্রমী উদ্যোগের কারণে তালা উপজেলাবাসি অল্পদিনেই তাকে ভালবেসে ফেলেছেন।