নিজস্ব প্রতিনিধি ঃ দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সাতক্ষীরা শহরতলীর মাছখোলা সড়ক। কর্তৃপক্ষ কিংবা স্থানীয় জনপ্রতিনিধিদের অবহেলায় সড়কটি সংস্কারে আজও কোন উদ্যোগ নেওয়া হয়নি। অবশেষে স্থানীয় প্রত্যাশা ক্লাবের সদস্যরা স্বেচ্ছাশ্রমে সড়কটি সংস্কারের উদ্যোগ নিয়েছে। শুক্রবার সকালে প্রত্যাশা ক্লাবের সভাপতি মো. আলাউদ্দিনের নেতৃত্বে ও আর্থিক সহযোগিতায় দেড় শতাধিক যুবক স্বেচ্ছাশ্রমে এই সড়ক সংস্কারে নামেন। প্রত্যাশা ক্লাবের সদস্যরা জানিয়েছেন, স্বেচ্ছাশ্রম দিয়ে সড়কটি কোন মতে চলাচলের উপযোগী করার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়রা জানান, ঘের মালিকরা পানি নিষ্কাশনের পথ না রেখেই ঘেরের বেড়িবাধ তৈরি করায় গোটা এলাকা জলাবদ্ধ হয়ে পড়েছে। এতে রাস্তা-ঘাটসহ সব সরকারি অবকাঠামো ধ্বংস হতে চলেছে। রাস্তাটিতো একেবারেই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কিন্তু এ ব্যাপারে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা সরকারের সংশ্লিষ্ট বিভাগ উদাসীন। এজন্য আমরা নিজেরাই সংস্কারের চেষ্টা করছি।