আশাশুনি

আশাশুনিতে দুর্গাপূজা উপলক্ষে থানা পুলিশের মতবিনিময়

By daily satkhira

September 20, 2019

আশাশুনি ব্যুরো: আশাশুনিতে আসন্ন শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে আশাশুনি থানার আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিনিয়র এএসপি (দেবহাটা সার্কেল) শেখ ইয়াছিন আলি। এসময় তিনি বলেন, উপজেলার ১০৪ টি পূজা মন্ডপের সব কয়টিতে পুলিশের পদচারনা থাকবে, থাকবে অন্যান্য নিরাপত্তার ব্যবস্থা। এসময় মন্ডপ কমিটিকে নিজস্ব স্বেচ্ছাসেবকসহ সকলকে যথাযথ ভূমিকা পালনের আহবান জানান। থানার অফিসার ইনচার্জ মোঃ আঃ সালামের সভাপতিত্বে ও উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রনজিৎ কুমার বৈদ্যর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, এমপি ডাঃ রুহুল হক প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, উপজেলা শ্রমিকলীগ সভাপতি ঢালী মোঃ সামছুল আলম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রফেসর হিরুলাল বিশ^াস, আশাশুনি সদর কেন্দ্রীয় মন্দিরের আহবায়ক রতন কুমার অধিকারী, বুধহাটা ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যক্ষ চিত্তরঞ্জন ঘোষ, শোভনালী সেক্রেটারী উদয় কান্তি বাছাড়, কাদাকাটি সভাপতি প্রহ্লাদ সরকার, বড়দল সভাপতি সুরঞ্জন কুমার ঢালী, শ্রীউলা সেক্রেটারী দীপংকর মন্ডল, কুল্যা সভাপতি পরিমল কুমার দাশ, আনুলিয়া সাংগঠনিক সম্পাদক আনন্দ কুমার দাশ, প্রতাপনগর সভাপতি বিনয় কৃষ্ণ মিস্ত্রী, খাজরা সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, দরগাহপুর সভাপতি মনিমোহন মন্ডল।