নিজস্ব প্রতিনিধি : ‘ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা’ গঠনে শপথ নিলো পাটকেলঘাটাবাসী। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরার পাটকেলঘাটা কপোতাক্ষ নীলিমা ইকো পার্কে সরুলিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ডেঙ্গু সচেতনতা বৃদ্ধিতে ক্লিন সাতক্ষীরা গ্রিন সাতক্ষীরা কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভায় জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল তাদের এই শপথ বাক্য পাঠ কারন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল বলেন, পরিষ্কার পরিচ্ছন্ন পাটকেলঘাটা গড়ে তুলতে সরুলিয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলা হবে। একই সাথে রিসাইকেলের মাধ্যমে যাতে এসব বর্জ্য কাজে লাগানো যায়, তার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন করা হবে। জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে সকল এক সনা বন্দোবস্ত বাতিল করা হয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, ২৩ সেপ্টেম্বর থেকে জেলার সকল খাল ও নদ-নদীর নেট-পাটা ও অবৈধ বাধ অপসারণ করা হবে। সামাজিক আন্দোলন ‘ক্লিন সাতক্ষীরা, গ্রিন সাতক্ষীরা’ গঠনে জেলা প্রশাসন, জেলা পরিষদ, জেলা পুলিশ, সকল উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ এক সাথে কাজ করবে। তবে, সাধারণ মানুষ এগিয়ে না আসলে এই উদ্যোগে সফলতা আসবে না। জেলা প্রশাসক বলেন, বর্তমানে মাদক আমাদের তরুণ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। একই সাথে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে স্কুল শিক্ষার্থী থেকে শুরু করে সকল বয়সের মানুষকে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করছে একটি গোষ্ঠী। তারা আমাদের সন্তানদের বিপথে নিয়ে যাচ্ছে। এ ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। এসএম মোস্তফা কামাল বলেন, পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করতে চাই। এ ব্যাপারে স্থানীয় সাংসদের সাথেও কথা হয়েছে। জেলা প্রশাসক এসময় পাটকেলঘাটা নীলিমা ইকো পার্ক ও খোলা জানালা ইকো পার্কের উন্নয়নের আশ^াস দেন। তিনি বলেন, সরুলিয়া ইউনিয়ন পরিষদকে পরিষ্কার পরিচ্ছন্ন মডেল পরিষদ হিসেবে গড়ে তোলা হবে। সভায় সরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন, এসি ল্যান্ড খন্দকার রবিউল ইসলাম, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ^াস আবুল কাসেম, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ^াস আতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন শিক্ষক নেছার আলী।