আশাশুনি

 ফুটবল টুর্নামেন্টে খুলনা উপ-অঞ্চলপর্যায়ের খেলায় সাতক্ষীরা চ্যাম্পিয়ন

By daily satkhira

September 21, 2019

আশাশুনি ব্যুরো: ৪৮তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ফুটবল টুর্ণামেন্ট-২০১৯ এর খুলনা উপ-অঞ্চল পর্যায়ের খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। শনিবার বিকাল সাড়ে ৩ টায় খুলনা জিলা স্কুল মাঠে খুলনা উপ-আঞ্চলিক পর্যায়ের এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত ফাইনাল খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল ও মাগুরা জেলা চ্যাম্পিয়ন দল মাগুরা আরএসকেএইচ ইনস্টিটিউট পরস্পর মুখোমুখি হয়। উত্তেজনাপূর্ণ খেলায় সাতক্ষীরা জেলা চ্যাম্পিয়ন দল বুধহাটা বি.বি.এম কলেজিয়েট স্কুল ১-০ গোলের ব্যবধানে মাগুরা জেলা চ্যাম্পিয়ন দল মাগুরা আরএসকেএইচ ইনস্টিটিউটকে হারিয়ে খুলনা উপ-আঞ্চলিক পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। আকর্ষনীয় এই খেলাটি পরিচালনা করেন, কিশোর বকশী, তকদীর হোসেন ও সিদ্ধার্থ সরকার। ধারাভাষ্যে ছিলেন, রবিউল ইসলাম পলাশ, শাহীন আলম ও আব্দুল হালিম চৌধুরী। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর খুলনার আয়োজনে ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র, আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর খুলনা অঞ্চলের উপ- পরিচালক নিভা রাণী পাঠকের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে খেলাটি উপভোগ করেন, খুলনা জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আশাশুনি উপজেলা পরিষদ চেয়ারম্যান এবিএম মোস্তাকিম প্রমুখ। মনোমুগ্ধকর এই খেলায় এসময় হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন