আশাশুনি

আশাশুনির বিভিন্ন পূজা ম-পে প্রতীমা তৈরিতে ব্যস্ত কারিগররা

By daily satkhira

September 21, 2019

মোস্তাফিজুর রহমান,আশাশুনি: আসন্ন শারদীয়া দূর্গাপূজাকে সামনে রেখে আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়নের বিভিন্ন পূজা মন্ডপে পূজার আয়োজনের প্রস্তুতি চলছে উৎসব মুখর পরিবেশে। প্রতীমা তৈরী ও মন্দিরের সাজসজ্জার কাজ এগিয়ে চলেছে। আগামী ২৮ শে সেপ্টেম্বর শুভ মহালয়ার মধ্য দিয়ে শুরু হবে হিন্দু সম্প্রদায়ের বৃহৎতম ধর্মীয় উৎসব। এবার দেবী দূর্গা আসছেন নৌকায় চড়ে এবং চলে যাবেন ঘোড়ায় চড়ে। হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব হিসেবে দূর্গোৎসব বিবেচিত হলেও বর্তমানে তা বাঙ্গালী উৎসবে পরিনত হয়েছে। উৎসব মুখর পরিবেশ সাতক্ষীরার অন্যান্য স্থানের মত আশাশুনিও থেমে নেই দূর্গোৎসবের প্রস্তুতি শিল্পের হাতের নকশায় এবং রং তুলির ছোঁয়ায় তৈরী হচ্ছে দেবী দূর্গার প্রতিমা। সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রতি বছরের মতো এ বছরেও আশাশুনি উপজেলার ১১ টি ইউনিয়নের মোট ১০৫টি মন্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে আশাশুনি সদর ইউনিয়নে ১০টি, শোভনালীতে ৬টি, কাদাকাটিতে ১৬টি, দরগাহপুরে ৯টি, কুল্যায় ১১টি, শ্রীউলায় ৮টি, বুধহাটায় ৫টি, খাজরায় ১৩টি, আনুলিয়ায় ৫টি, বড়দলে ২০টি ও প্রতাপনগরে ২টি মন্ডপে এ পূজা অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে দেবী দূর্গার আগমনী বার্তায় বাঙ্গালী হিন্দু সম্প্রদায়ের মাঝে উৎসবের আমেজ বইতে শুরু করেছে। সকল পূজা মন্দিরগুলোতে চলছে প্রতীমা নির্মাণ ও মন্দিরের সাজসজ্জার কাজ। পরবর্তীতে রং তুলির ছোঁয়ায় দশভুজা ষষ্ঠীতে পাবে জীবন্ত রূপ। দেবী সেজে উঠবে অপরূপ সাজে। শঙ্খ উলুধ্বনি আর মঙ্গল সংগীতে দেবী দূর্গাকে বরণ করে নেবে সনাতন ধর্মাবল্মবীরা। জাতির মঙ্গল কামনায় সব অশুভ শক্তি বিনাশে প্রতিবছর মহালয়ার দিনে দেবী দূর্গা শ্বশুরালয় থেকে পিতৃগৃহে আগমন করেন। আসুরিক শক্তির বিনাশ আর পার্থিব শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি লাভের জন্য হিন্দু সম্প্রদায় যুগ যুগ ধরে মা দূর্গার আরাধনা করে আসছেন। আশাশুনি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পূজা উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণের সহযোগিতায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠ ও সুন্দরভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপজেলাবাসী।