সাতক্ষীরা

জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় গণহত্যা দিবস পালন

By Daily Satkhira

March 25, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : ২৫ মার্চ ২০১৭ গণহত্যা দিবস পালন উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আমরা শুধু জাতীয় সংসদে একটি বিল পাস করে বসে থাকবো না। ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস করার লক্ষ্যে সরকার সব ধরণের চেষ্টা চালিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়েছে। পাশাপাশি পাকিস্তানের দোসর আলবদর আল-শামসরা কিভাবে গণহত্যা চালিয়েছে সেই চিত্রও পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হবে। গণহত্যার চিত্র দেশের সব মানুষের কাছে পৌঁছে দিতে হবে। গণহত্যা দিবসের আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বিশ্বের সব কূটনীতিদের সঙ্গে কথা বলে তাদের সমর্থন নিয়ে জাতিসংঘে উপস্থাপন করা হবে বলেও জানান মীর মোস্তাক আহমেদ রবি এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনসুর আহমেদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এন.এম মঈনুল ইসলাম, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত পারভেজ, সাতক্ষীরা সিভিল সার্জন ডাঃ তওহিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.এফ.এম এহতেশামূল হক, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. আবু বক্কর সিদ্দীক, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নূর হোসেন সজল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, সাতক্ষীরা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ জি.এম আজিজুর রহমান, সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মো. মোদাচ্ছের আলী, সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল-মামুন, জেলা শিক্ষা অফিসার ফরিদুল ইসলাম, সাতক্ষীরা জেলার আবু জাহেদ, জেলা তথ্য অফিসার শাহানওয়াজ করিম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবু জাফর মো. আসিফ ইকবাল, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, জেলা স্কাউটস্ এর সম্পাদক এম. ঈদুজ্জামান ইদ্রিস, জেলা শ্রমিকলীগ নেতা শেখ তহিদুর রহমান ডাবলু, জেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব শেখ মোসফিকুর রহমান মিল্টনসহ প্রশাসনিক কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।