সাতক্ষীরা

মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী কর্তৃক হয়রানির অভিযোগ

By daily satkhira

September 22, 2019

নিজস্ব প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও একাধিক মামলার আসামী কর্তৃক মিথ্যা অপপ্রচার ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাবে উক্ত সংবাদ সম্মেলনের আয়োজন করেন, কালিগঞ্জের মৃত শাহামত আলীর পুত্র ভুক্তভোগী মোকছেদ আলী মোড়ল। তিনি তার লিখিত বক্তব্যে বলেন, আমি দীর্ঘদিন ধরে অত্যান্ত সুনামের সাথে মৌতলা বাজারে সার, বিষ, ডিজেল ও মৎস্যঘের ব্যবসা পরিচালনা করে আসছি। কিন্তু সম্প্রতি মৌতলার চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সেবনকারী মৃত কাজী আসাদুলের পুত্র কাজী সোহেল, মীর জিয়াউর রহমানের পুত্র মীর সালমান রহমান ডালিম ও শেখ হাবিবের পুত্র শেখ রানা বিভিন্ন সময়ে আমার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। চাঁদা না দেওয়ায় গত ৩০/০৫/২০১৮ তারিখে পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা আমার দোকানে এসে ৫লক্ষ টাকা পুনরায় চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে তারা দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ২০ হাজার টাকা ছিনিয়ে নেন এবং ৫০হাজার টাকার মালামলের ক্ষতি সাধন করেন। এঘটনায় আমি বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করি। মামলা দায়েরের পর তারা আরো ক্ষিপ্ত হয়ে আমাকে সামাজিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ করার ষড়যন্ত্রে লিপ্ত হন। ইতিপূর্বে তারা গত ১৮/৭/২০১৯ তারিখে মৌতলাস্থ আমার মৎস্যঘের দখল করতে যান। কিন্তু স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যেতে বাধ্য হন এবং তারা মৎস্য ঘেরের প্রায় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেন। তিনি বলেন, উল্লেখিত ব্যক্তিদের একটি সংঘবদ্ধ মাদকাশক্ত বাহিনী রয়েছে। ওই বাহিনীর সহযোগিতায় তারা এলাকায় বিভিন্ন অপকর্ম চালান। এদের মধ্যে কাজী সোহেল নিজেকে কখনো আইনজীবী, কখনো সাংবাদিক আবার কখনো সরকারি ডিফেন্সের লোক পরিচয় দিয়ে এসব অপরাধ মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। এরই জেরে গত ০৫/০৯/২০১৯ তারিখে আমার মৎস্য ঘের থেকে বাড়ি ফেরার পথে উক্ত ব্যক্তিরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে সাতক্ষীরা শহরের কিছু বহিরাগত ভাড়াটিয়া ও চাঁদাবাজদের সাথে নিয়ে আমার গতিরোধ করে অতর্কিত হামলা চালিয়ে আমাকে রক্তাক্ত করেন। এ সময় আমার কাছে থাকা দেড় লক্ষ টাকা ছিনিয়ে নেন এবং হত্যার উদ্দেশ্যে আমার মাথায় ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন। এঘটনায় আমার স্ত্রী বাদী হয়ে কালিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। উক্ত মামলায় আসামীরা জেলও খেটেছেন। বর্তমানে জেল থেকে জামিনে মুক্তি পেয়ে আমাদের বিরুদ্ধে অপপ্রচার, মিথ্যা মামলায় জাড়ানো ও খুন জখমের হুমকি ধামকি দিচ্ছেন। এরপর তারা আমার ভাইপো ফারুক, ভাই সাহাদাতসহ কয়েকজনের বিরুদ্ধে কল্পকাহিনী সাজিয়ে একটি ভূয়া সংবাদ সম্মেলন করেন। আমাদের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্টতার অভিযোগ উত্থাপন করেন এবং আমার ভাইপো ফারুকের কাছে ২লক্ষ টাকা পাবেন বলে দাবী করেন। যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে কাজী সোহেল, ডালিম ও রানা মৌতলা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ও চাঁদাবাজ। তাদের বিরুদ্ধে কালিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। বিগত সময়ে সরকার বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগেও তাদের বিরুদ্ধে মামলা রয়েছে। এমতাবস্থায় তিনি উক্ত চিহ্নিত চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, ভূয়া আইনজীবী ও একাধিক মামলার আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাগ্রহনের দাবিতে সাতক্ষীরা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।