ফিচার

আজ থেকে জনস্বাস্থ্য এবং জনস্বার্থ রক্ষায় সাতক্ষীরায় বিশেষ অভিযান

By Daily Satkhira

September 23, 2019

নিজস্ব প্রতিবেদক: জনস্বার্থ এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আজ সোমবার ২৩ সেপ্টেম্বর থেকে সাতক্ষীরা জেলা প্রশাসন বিশেষ অভিযান পরিচালনা করবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোথাও এডিস মশার প্রজননক্ষেত্র যেমন- ডাবের খোলা, নারকেলের মালা, দইয়ের খুলি, টায়ার, গরুর খাবারের পাত্র, পড়ে থাকা পলিথিন, আইসক্রিমের কাপ, ভাঙ্গা কলসি ইত্যাদিতে জমে থাকা পানি পাওয়া গেলে সেই বাড়ির মালিক/ব্যবহারকারী/ভাড়াটিয়া/ব্যবসা প্রতিষ্ঠান মালিক বা কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকদের জন্য গতকাল গণমাধ্যমে পাঠানো গণবিজ্ঞপ্তিটি হুবহু প্রকাশ করা হলো-

এতদ্বারা সাতক্ষীরা জেলার সম্মানিত অধিবাসীগণকে জানানো যাচ্ছে যে, ডেঙ্গু সচেতনতা বৃদ্ধি ও এডিস মশার প্রজনন ক্ষেত্র ধ্বংসে সমন্বিতভাবে সাতক্ষীরা জেলায় প্রচার প্রচারণা ও বাড়ি বাড়ি গিয়ে সচেতনতার কার্যক্রম দুই মাসব্যাপী চলমান রয়েছে। এরপরও লক্ষ্য করা যাচ্ছে, কিছু কিছু বাড়ির মালিক, ব্যবসা প্রতিষ্ঠানসহ সাধারণ জনগণের মধ্যে এক ধরণের উদাসীনতা রয়েছে। ফলে জেলা থেকে ডেঙ্গু নির্মূল বা নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে পড়েছে।জনস্বার্থ এবং জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে আগামীকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে। কোথাও এডিস মশার প্রজননক্ষেত্র যেমন- ডাবের খোলা, নারকেলের মালা, দইয়ের খুলি, টায়ার, গরুর খাবারের পাত্র, পড়ে থাকা পলিথিন, আইসক্রিমের কাপ, ভাঙ্গা কলসি ইত্যাদিতে জমে থাকা পানি পাওয়া গেলে সেই বাড়ির মালিক/ব্যবহারকারী/ভাড়াটিয়া/ব্যবসা প্রতিষ্ঠান মালিক বা কর্মচারীর বিরুদ্ধে প্রচলিত আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এস এম মোস্তফা কামাল জেলা ম্যাজিস্ট্রেট সাতক্ষীরা