ফিচার

সাতক্ষীরা শহরে সড়ক দুর্ঘটনায় বাস শ্রমিক নিহত, সড়ক অবরোধ

By Daily Satkhira

September 25, 2019

আসাদুজ্জামান: সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে নিজের গাড়ির যাত্রী নামাতে গিয়ে নিজেই চলন্ত ট্রাকের ধাক্কায় প্রাণ হারালেন বাসের হেলপার মেহেদি হাসান (২২)। তাকে যথাসময়ে চিকিৎসা দেওয়া হয়নি এই অভিযোগ এনে বিক্ষুব্ধ শ্রমিকরা এ সময় সাতক্ষীরা সদর হাসপাতালের ডাক্তার কর্মচারিদের ওপর চড়াও হয়। পরে তারা সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ করে দেয়। বুধবার সকালে শহরের বাঙ্গালের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। নিহত মেহেদি হাসান সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের কামরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি কালিগঞ্জের দিক থেকে সাতক্ষীরা অভিমুখে আসছিল। শহরের বাঙ্গালের মোড়ে যাত্রী নামাতে হেলপার মেহেদি হাসান নিচে নেমে আসেন। এ সময় বিপরীত থেকে আসা পাথর বোঝাই একটি ট্রাক (সাতক্ষীরা-শ-১১-০০২৩) তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর মারা যান তিনি। শ্রমিকদের অভিযোগ তাকে যথাসময়ে চিকিৎসা না দেওয়ায় রক্তক্ষরণে মারা যান তিনি। এর প্রতিবাদে শ্রমিকরা প্রথমে হাসপাতালের ডাক্তার ও কর্মচারিদের ওপর চড়াও হয়। পরে তারা হাসপাতালের সামনে বিক্ষোভ দেখিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘন্টা পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, নিহত মেহেদির লাশ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।