জাতীয়

সারাদেশের বিলাসবহুল গাড়ির বিস্তারিত তথ্য চেয়ে বিআরটিএ-কে দুদকের চিঠি

By Daily Satkhira

September 25, 2019

অনলাইন ডেস্ক: ২ হাজার ৫শ’ সিসি বা তারও বেশি কিউবিক ক্যাপাসিটির ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল গাড়ির তালিকা চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষকে (বিআরটিএ) এ ধরনের ফোর হুইলার কার ও জিপ মালিকদের তালিকা দিতে বলা হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুদকের বিশেষ তদন্ত অনুবিভাগের মহাপরিচালক আ ন ম আল ফিরোজ স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি বিআরটিএ’তে পাঠানো হয়।

চিঠিতে ২৫০০ সিসি বা তারও বেশি সক্ষম ব্যক্তি মালিকানাধীন বিলাসবহুল গাড়ি— গত পাঁচ বছরে যেগুলো নিবন্ধন দেওয়া হয়েছে সেই তালিকা চাওয়া হয়েছে। মালিকের নাম ও ঠিকানার পাশাপাশি গাড়ির ইঞ্জিন নম্বর, চেসিস নম্বর, গাড়ির মডেল, আমদানির তারিখ, গাড়ির প্রকৃতি, নিবন্ধন নম্বর, নিবন্ধনের তারিখ, গাড়ির দাম (ভ্যাট ও অন্যান্য ট্যাক্সসহ) জানতে চাওয়া হয়েছে। জরুরি ভিত্তিতে এসব তথ্য দুদককে জানাতে অনুরোধ করা হয়েছে।