সাতক্ষীরা

গণহত্যা দিবসে শহরে মুক্তিযোদ্ধা-জনতার আলোর মিছিল

By Daily Satkhira

March 26, 2017

হাসান হাদী : জাতীয় গণহত্যা দিবস উপলক্ষে গতকাল শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহরে এক বিশাল আলোর মিছিল করেছে মুক্তিযোদ্ধা-জনতা। মুক্তিযুদ্ধের স্বপক্ষের বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন, ছাত্র-শিক্ষক-জনতা এ মিছিলে অংশগ্রহণ করে। শহিদ নাজমুল সরণিস্থ দৈনিক আজকের সাতক্ষীরা অফিসের সামনে থেকে শুরু হয়ে আলোর মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহিদ আব্দুর রাজ্জাক পার্কের কেন্দ্রীয় শহিদ মিনারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজের সভাপতিত্বে স্বপন কুমার শীলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান মো: নজরুল ইসলাম, সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার এবং একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির  যুগ্ম আহবায়ক এড. ফাহিমুল হক কিসলু। আলোর মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, মিজানুর রহমান, বদরুল ইসলাম খান, মাহবুবুর রহমান, মোহাম্মদ আলী, সাতক্ষীরা পৌর আ.লীগের সভাপতি আবু সায়ীদ, শেখ তহিদুর রহমান ডাবলু, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, জেলা আ.লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা আ.লীগ নেতা সৈয়দ হায়দার আলী তোতা, দৈনিক আজকের সাতক্ষীরার ভারপ্রাপ্ত সম্পাদক হাফিজুর রহমান মাসুম, ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সদস্য নাসরীন খান লিপি, সিপিবির জেলা সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,  আবু আফফান রোজ বাবু, শামীমা পারভীন রতœা, সদর উপজেলা আ.লীগের প্রচার সম্পাদক হাসান হাদী, উদীচি সাতক্ষীরার সভাপতি শেখ সিদ্দীকুর রহমান, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক রাশেদুজ্জামান রাশি, দেবহাটা যুবলীগের সাধারণ সম্পাদক বিজয়, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম, লাবসা ইউুনয়ন পরিষদের প্যানে চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবু, ঋওনক বাশার, শ্রমিক নেতা গাউস, প্রথম আলো বন্ধুসভা, লিনেট ফাইন আর্টস, বর্ণমালা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।