জাতীয়

বৃষ্টি আবারও বাড়বে আগামী সপ্তাহে

By Daily Satkhira

September 26, 2019

দেশের খবর: মৌসুমী বায়ুর প্রভাবে আগামী দু’দিনও বৃষ্টি থাকবে। তবে এর মাত্রা থাকবে কম। তবে আবার আগামী সপ্তাহের শুরু থেকেই বাড়তে পারে বৃষ্টিপাতের পরিমাণ। তখন দমকা হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মৌসুমী বায়ুর প্রভাবে এই বৃষ্টি হবে। আগামী সপ্তাহ পর্যন্ত দেশের উপকূলে মৌসুমী বায়ু সক্রিয় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি আগামী দুইদিন কিছুটা কমতে পারে। এই সময় নদী উপকূলীয় এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। তিনি জানান, আগামী সপ্তাহে এই বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। লঘুচাপও হতে পারে উপকূলীয় এলাকাগুলোতে।

আবহাওয়া অধিদফতর জানায়, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ মধ্য প্রদেশ, উড়িষ্যা ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হলে আসাম পর্যন্ত বিস্তৃত আছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকা পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটিভাবে সক্রিয় আছে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় তা দুর্বল থেকে মাঝারি অবস্থায় বিরাজমান আছে।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর এবং খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এদিকে আবহাওয়া অধিদফতরের আগামী ২৪ ঘণ্টায় দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এজন্য এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের সর্বোচ্চ বৃষ্টি হয়েছে নীলফামারীর ডিমলায় ৭৭ মিলিমিটার। এছাড়া ঢাকায় ১২, ময়মনসিংহে ৯, চট্টগ্রামে ১, সিলেটে ৯ , রাজশাহীতে ২৮, রংপুরে ৩১, খুলনায় ৫ এবং বরিশালে ২৫ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।