খেলা

মেসির বিরুদ্ধে জালিয়াতি করে ফিফার বর্ষসেরার গুরুতর অভিযোগ

By Daily Satkhira

September 27, 2019

খেলার খবর: ভ্যান ডাইক এবং ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে তিন বছর পর ফিফা বর্ষসেরা ‘দ্য বেষ্ট’ পুরস্কার বগলদাবা করেছেন লিওনেল মেসি। তবে এ পুরস্কার জেতার পর আর্জেন্টাইন তারকাকে ঘিরে জমে ওঠেছে বিতর্ক। ফিফার সদস্যদের ভোটে নির্বাচিত মেসি’র বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠছে।

মেসির দ্য বেষ্ট পুরস্কার জেতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন কেউ কেউ। এদেরই একজন হলেন সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচ। তিনি দাবি করেছেন, ফিফা বর্ষসেরার এ পুরস্কারে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন মোহাম্মদ সালাহকে। কিন্তু লোগারুসিচ পরে জানতে পেরেছেন, তাঁর ভোট পড়েছে লিওনেল মেসির বাক্সে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভোটের ফরমের ছবিও প্রকাশ করেছেন এ কোচ।

চারে থেকে ফিফার বর্ষসেরা পুরস্কার জয়ের এ দৌড় শেষ করতে হয়েছে লিভারপুলের মিসরীয় তারকা সালাহকে। দুবাইভিত্তিক আল আরাবিয়া টিভি চ্যানেলকে সুদানের কোচ বলেন, ‘প্রথম স্থানে সালাহকে ভোট দিয়েছি, দুইয়ে সাদিও মানে, তিনে কিলিয়ান এমবাপ্পেকে ভোট দিয়েছি। সইয়ের পর ভোটের আবেদনপত্রের একটি ছবিও তুলেছি আমি। কিন্তু তারপর কী ঘটেছে জানি না।