সাতক্ষীরা

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে যেয়ে খেল গণধোলাই!

By Daily Satkhira

September 08, 2016

নিজস্ব প্রতিবেদক: দৈনিক দক্ষিণের মশাল’র ও সত্যপাঠ পত্রিকার সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করতে যেয়ে গণধোলাই এর শিকার হয়েছেন এক যুবক। বুধবার সন্ধ্যায় সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্র্রি অফিসে এ ঘটনা ঘটে। তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির সদস্য রফিকুল ইসলাম ও নুরুল ইসলাম জানান, ঈদ উপলক্ষ্যে কেনাকাটা করার জন্য সদর উপজেলার দেবনগর এলাকার এক যুবক দক্ষিণের মশাল ও সত্যপাঠের সাংবাদিক পরিচয়ে গত মঙ্গলবার রাত ৭টার দিকে সদর সাব রেজিস্ট্র্রি অফিসের অতিরিক্ত মোহরার রফিকুজ্জামান সান্টুর কাছে পাঁচ হাজার টাকা চাঁদা দাবি করে। কিছু টাকা দেওয়ার আশ্বাস দিয়ে তাকে পরদিন বুধবার আসতে বলা হয়। সে অনুযায়ী ওই যুবক বুধবার রেজিস্ট্রি অফিসে আসে। তার সঙ্গীকে গেটের বাইরে রাস্তায় মোটর সাইকেল পাহারা দেওয়ার দায়িত্ব দিয়ে ওই যুবক সান্টুর কাছে চলে যায়। সান্টু তাকে ৫০০ টাকার একটি নোট হাতে ধরিয়ে দিলে সে এতে সন্তুষ্ট না হয়ে দেখে নেওয়ার হুমকি দেয়। বিষয়টি দলিল লেখকদের কান পর্যন্ত পৌঁছালে যুবকের কাছে তারা এ বিষয়ে জানতে চান। এতে যুবক আরো ক্ষুব্ধ হলে তাকে অফিস থেকে গণধোলাই দিয়ে বের করে দেয়া হয়। পরে তার সহযোগী তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা করান। সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ পরিমল কুমার বিশ্বাস জানান, ওই যুবকের ডান চোখ ও নাক মারাত্মক জখম হয়েছে। এ ছাড়া তার মুখম-ল, গলায় ও বুকে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসক জানতে চাইলে মোটর সাইকেল থেকে পড়ে তিনি আহত হয়েছেন বলে জানান আহত যুবক। এ ব্যাপারে সাতক্ষীরা সদর সাব রেজিস্ট্র্রি অফিসের অতিরিক্ত মোহরার রফিকুজ্জামান সান্টু তার কাছে চাঁদা দাবি ও পরবর্তীতে মারপিট এর বিষয়টি অস্বীকার না করেই বলেন, বিষয়টি মিটে গেছে।