শ্যামনগর

লাল সবুজের পতাকায় সেজেছে নকিপুর গ্রামের প্রতিটি বাড়ি

By Daily Satkhira

March 26, 2017

গাজী আল ইমরান, শ্যামনগর : ২৬ শে মার্চ, মহান স্বাধীনতা দিবস। ভোরের সূর্য উকি দেওয়ার সাথে সাথে শ্যামনগর উপজেলা সদরের নকিপুর গ্রামের প্রতিটা বাড়িতে  পৎপৎ করে উড়েতে শুরু করেছিল লাল সবুজের পতাকা। এবারের  ২৬ শে মার্চ যেন নকিপুর বাসীর কাছে অতি স্মরণীয় হয়ে থাকবে।  দিনটি উপলক্ষে এক বাড়তি আমেজের সৃষ্ঠি হয় নকিপুর বাসীর সকল বয়সের মানুষের কাছে।নকিপপুর বাসীর মনে স্বাধীনতার স্বপ্ন জাগিয়ে তুলতে উত্তোলন করা হয় লাল সবুজের জাতীয় পতাকা।জাতীয় পতাকা একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক ।একটি পতাকা তলে যখন কোন জাতি একত্রিত হয়, তখন তাদের মাঝে শক্তিশালী ঐক্য তৈরি হয়।আর সকলেই এক সাথে একযোগে বাড়িতে বাড়িতে জাতীয় পতাকা  উত্তোলন করে সেই ঐক্য প্রমান করেছে নকিপুর বাসী।নকিপুর গ্রামের কতিপয় ব্যাক্তিরা জানান“ আমাদের গ্রামের সন্তান সংসদ সদস্য এস এম জগলুল হায়দার এর উৎসাহে ও সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুণালের স্পেশাল পিপি সদর ইউপি চেয়ারম্যান এস এম জহুরুল হায়দার বাবুর এর পরিকল্পনা ও আয়োজনে উৎসব আমেজে ছোট থেকে বৃদ্ধ সবাই স্বত:স্ফূর্ত ভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মহান স্বাধীনতা দিবসে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিটি বাড়ীতে উত্তোলন করেছি আমাদের গর্ব,আমাদের অহংকার লাল সবুজের পতাকা”। জাতীয় পতাকা যে কোন জাতির ভাষা, সংস্কৃতি এবং মন ও মানসিকতার একতাবদ্ধতার প্রতীক।কারণ পতাকা একটি জাতির মনোবল বৃদ্ধি করে। এগিয়ে যাবার সাহস যোগায়।সংগ্রামী মানুষের মনে বিজয়ের প্রেরণা তৈরি করে। শত্রুর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে তাদের মাঝে ঐক্যের প্রাচীর বিনির্মাণ করে। স্বাধীনতা অর্জনের পর তা রক্ষার জন্য সর্বসাধারণের হৃদয়ে মৃত্যুঞ্জয়ী মানসিকতার জন্ম দেয়। পৃথিবীর প্রতিটি স্বাধীন ও সার্বভৌম দেশের পতাকা রয়েছে।প্রত্যেক জাতি তাদের জাতীয় পতাকা নিয়ে গর্ববোধ করে। আর এ সমস্ত কথাগুলি বুকে ধারণ করতে এবং তরুণ প্রজন্মকে উদ্ভুদ্ধ করতে তাদের এই উদ্যোগ বলে জানান এলাকা বাসীর অন্যান্যরা । বাড়িতে বাড়িতে পতাকা উত্তোলন সর্ম্পকে জানতে চাইলে সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট জহুরুল হায়দার বাবু বলেন“ সকালে উঠেই দেখি নতুন সাজে সেজেছে আমাদের গ্রাম, পৎপৎ করে উড়তে দেখা যায় লাল সবুজের চিরচেনা জাতীয় পতাকা। এর মাধ্যমে পতাকার প্রতি ভালবাসা, পতাকার মর্যাদা রক্ষা করা প্রত্যেক নাগরিকের নৈতিক দায়িত্ব, কর্তব্য ও মর্যাদাবোধ বৃদ্ধি পাবে মনে করেন তিনি। তিনি আরো বলেন“ নকিপুর বাসী এই পতাকা উত্তোলণের মাধ্যমে শপথ করেছে যে ,যে পতাকার জন্য বাংলার আবাল-বৃদ্ধ-বনিতা জীবন বাজী রেখে যুদ্ধ করেছেন সেই প্রিয় পতাকাকেই কখনও তারা অসন্মান হতে দেবেনা তারা আরো শপথ করেছে যে,  আমাদের মেধা ও কর্ম দিয়ে জাতীয় পতাকার সম্মান ও মর্যাদা বিশ্ব দরবারে তুলে ধরব। আর আর লাখো শহীদের রক্ত, জীবন ত্যাগের বিনিময়ে অর্জিত পতাকা বাংলার আকাশে অনাদি ও অনন্তকাল স্বমহিমায় উড়তে থাকবে ইন্শাআল্লাহ।