দেবহাটা

দেবহাটায় এক বাড়ি থেকে ১৫টি কেউটে সাপ ও ৩৫টি ডিম উদ্ধার

By Daily Satkhira

September 28, 2019

কে.এম রেজাউল করিম, দেবহাটা ব্যুরো ॥ দেবহাটা উপজেলার কোড়া এনামপুর গ্রামের একটি বাড়ি থেকে ১৫টি কেউটে সাপ ও ৩৫টি সাপের ডিম উদ্ধার করা হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এই বিষাক্ত কেউটে সাপগুলো ও ডিম উদ্ধার করা হয়। দেবহাটার টাউনশ্রীপুর গ্রামের সাপুড়ে আকবর আলী এইগুলো উদ্ধার করেন। কোড়া এনামপুর গ্রামের মৃত মমিজউদ্দীন মোড়লের ছেলে আব্দুল হামিদ জানান, গত ২ মাস আগে তার স্ত্রী তাদের বাড়ির মাটির তৈরী রান্না ঘরে একটি সাপ দেখে তাকে জানালে তিনি গুরুত্ব দেননি। তিনি ভেবেছিলেন হয়তো ঢোড়া সাপ হবে। কিন্তু গত শুক্রবার তার ছেলে রান্না ঘর থেকে কাঠ আনতে গেলে একটি কেউটে সাপের বাচ্চা তাকে কাপড়াতে আসে। সেসময় তারা সাপটিকে মেরে দেখেন মৃত সাপটি কেউটে। আব্দুল হামিদ জানান, তিনি দ্রুত সাপুড়ে আকবর আলীকে সংবাদ দিলে শনিবার সকালে উক্ত রান্নাঘরের মাটি খুড়ে প্রায় সাড়ে ৪ হাত লম্বা একটি কেউটে ও ১২ টি ১ বা দেড় হাত লম্বা কেউটের বাচ্চা এবং ৩৫টি সাপের ডিম উদ্ধার করা হয়। উক্ত সাপগুলো সাপুড়ে আকবর নিয়ে চলে যাওয়ার পরে আরো একটি বাচ্চা কেউটে মাটি থেকে বেরিয়ে আসলে সেটিকে তারা মেরে ফেলেন বলে আব্দুল হামিদ জানান। এই সাপগুলো দেখতে এলাকার শতশত নারী পুরুষ আব্দুল হামিদের বাড়িতে ভিড় জমায়।