দেবহাটা

দেবহাটার আশার আলো পরিচালক আব্দুল্লাহর মাদার তেরেসা পদক লাভ

By daily satkhira

September 30, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার সখিপুরস্থ বেসরকারী উন্নয়ন সংস্থা আশার আলোর নির্বাহী পরিচালক আবু আব্দুল্লাহ আল আজাদ মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড-২০১৯ লাভ করেছেন। বিশ^ মানবাধিকার কমিশনের আয়োজনে গত শুক্রবার ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশনে বিকাল সাড়ে ৪ টায় অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে মানব উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ আবু আব্দুল্লাহ আল আজাদকে এই গোল্ডেন এ্যাওয়ার্ড প্রদান করা হয়। বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি সিকদার মকবুল হক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পুরষ্কার প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে বিএলডিপির চেয়ারম্যান সাবেক মন্ত্রী এম নাজিমউদ্দীন আল আজাদ, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক ভারপ্রাপ্ত সচিব ড. মোহাম্মদ জকারিয়া ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ^ মানবাধিকার কমিশনের উপদেষ্টা, বাংলাদেশ কাস্টমসের সাবেক উপ-কমিশনার বীর মুক্তিযোদ্ধা এম আর খাঁন। উল্লেখ্য, আশার আলোর নির্বাহী আবু আব্দুল্লাহ আল আজাদ যুবদের উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইতিমধ্যে জাতীয় যুব পুরষ্কার লাভ করেন।