দেবহাটা

দেবহাটার কেবিএ সরকারি কলেজে অনার্স ১ম বর্ষের পরিচিত 

By daily satkhira

October 01, 2019

দেবহাটা ব্যুরো : দেবহাটা উপজেলার ঐতিহ্যবাহী সরকারি খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের অনার্স প্রথম বর্ষে ভর্তিরত নবাগত শিক্ষার্থীদের সাথে কলেজ প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় কলেজ মিলনায়তনে কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে এবং ব্যবস্থাপনা বিষয়ের সিনিয়র প্রভাষক মনিরুজ্জামান মহসিনের সঞ্চালনায় ৬ নং কক্ষে অনার্স ১ম বর্ষের উদ্বোধনী দিনের উক্ত পরিচিতি পর্বে কলেজের ৬ টি অনার্স বিভাগের শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগীয় প্রধান শেখ মিজানুর রহমান, অত্র বিভাগের সহকারী অধ্যাপক মইনুদ্দিন খান, প্রভাষক মোঃ রোকনুজ্জামান ও প্রভাষক আনোয়ার সিদ্দিক, হিসাববিজ্ঞান বিভাগীয় প্রধান আলহাজ্জ আকবর আলী, অত্র বিভাগের প্রভাষক শাহজাহান কবীর, জি.এম আসাদুজ্জামান, রফিকুল ইসলাম, আত্তাবুজ্জামান ও আবু তাহের, বাংলা বিভাগীয় প্রধান দৌলতুন্নেছা পারুল ও প্রভাষক তৌহিদুজ্জামান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান আলহাজ্জ মনিরুল ইসলাম, প্রভাষক পারভীন সুলতানা ও প্রভাষক আনোয়ারা খাতুন, রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রভাষক এস এম ফিরোজ আহম্মেদ ও প্রভাষক নৃপেন্দ্রনাথ স্বর্ণকার, প্রাণিবিদ্যা বিষয়ের প্রভাষক প্রদীপ কুমার মন্ডল ও আবু তালেব এবং ৬ টি অনার্স বিষয়ের প্রথম তালিকায় ভর্তিকৃত প্রায় আড়াইশতাধিক শিক্ষার্থী।