শিক্ষা

সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন মাদ্রাসায় পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

By Daily Satkhira

March 27, 2017

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মাদ্রাসা মিলনায়তনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। ‘স্বাধীনতার প্রকৃত ল্য বাস্তবায়নের জন্য দেশকে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে। শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসতে হবে। মাদক, সন্ত্রাস ও জঙ্গীদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে যুদ্ধ ঘোষণা করতে হবে। স্বাধীনতার এই মাসে আমাদের সকলকে স্বাধীন বাংলাদেশের স্বাধীনতা রায় দৃঢ় শপথ নিতে হবে। দেশের স্বাধীনতা রার জন্যই স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। সমাজের সর্বেেত্র মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে।’ ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্র’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সাতক্ষীরা ইউনিটের সেক্রেটারী শেখ নুরুল হক, মাদ্রাসার জিবি সদস্য শেখ তহিদুর রহমান ডাবলু, সাতক্ষীরা আহ্ছানিয়া মিশনের ম্যানেজিং কমিটির সদস্য কাজী আহাদুর রহমান, আব্দুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ মাওলানা আব্দুল হামিদ আজাদী, ইংরেজি প্রভাষক মনিরুল ইসলাম, বাংলা প্রভাষক আনোয়ারুল ইসলাম, ইতিহাস প্রভাষক রেজাউল করিম, আরবী প্রভাষক নাসির উদ্দিন, আরবী প্রভাষক নূর আহম্মাদ, আহছানিয়া মিশন জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা জাহাঙ্গীর আলম জিয়া, সহকারী শিক্ষক মো. শহিদুল্লাহ, মো. মিজানুর রহমান, আবুল বাশার, শহীদুল আলম, মোমীন আলী, আব্দুল করিম, ক্বারী আমিনুর রহমান, ক্বারী আব্দুল হামিদসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।