সাতক্ষীরা

০৬ মাস মেয়াদী জাপানীজ ভাষা প্রশিক্ষণ কোর্সে ভর্তি নিচ্ছে সাতক্ষীরা টিটিসি

By daily satkhira

October 02, 2019

০৬ মাস মেয়াদী জাপানীজ ভাষা (লেভেলN4) প্রশিক্ষণ কোর্সে (পুরুষ হিলা প্রার্থী) ১ম ব্যাচে (অক্টোবর ২০১৯ মার্চ ২০২০) ভর্তি বিজ্ঞপ্তিঃ

বাংলাদেশ থেকে জাপানে টেকনিক্যাল ইন্টার্ন পাঠানোর লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি)’ এবং ‘ইন্টারন্যাশনাল মানপাওয়ার ডেভেলপম্যান্ট অরগানাইজেশন, জাপান (আইএম জাপান)’ এর মধ্যে একটি চুক্তিপত্র স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো -র অধীন সাতক্ষীরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে সম্পূর্ণ সরকারিভাবে জাপানে কর্মসংস্থানে ইচ্ছুক পুরুষ ও মহিলা প্রার্থীদের জাপানীজ ভাষা (লেভেল- N4) প্রশিক্ষণ কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ভর্তিচ্ছুক বাংলাদেশের যে কোন জেলার নাগরিকদের নিকট হতে নিম্নের শর্ত সাপেক্ষে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান করা যাচ্ছে ।

ভর্তি সংক্রান্ত তথ্যাদিঃ

আসন সংখ্যা            : ৩৫ (পঁয়ত্রিশ) টি

বয়স  (০১-১০-২০১৯ খ্রিঃ তারিখে) : ২০ – ২৮ বছর

শিক্ষাগত যোগ্যতা          : এইচ,এস,সি/ সমমান পাশ

শারীরিক যোগ্যতা         : উচ্চতাঃ পুরুষ- ৫ফুট ৪ ইঞ্চি,  মহিলা- ৫ ফুট

: ওজনঃ পুরুষ ও মহিলা- ৫৫ হতে ৬৫ কেজি

: টেস্টঃ ১) চোখের কালার ব্লাইন্ড টেস্ট এবং দাঁতের টেস্টে উর্ত্তীণ হতে হবে

২) দৌড়, বুক ডাউন ও উঠা-বসা টেস্টে উর্ত্তীণ হতে হবে

৩) বিদেশ গমনে প্রতিবন্ধক রোগ-ব্যাধি মুক্ত হতে হবে

৪) সুস্বাস্থ্য ও সুঠাম দেহের অধিকারী হতে হবে

প্রয়োজনীয় কাগজপত্র        : ১) এস,এস,সি,/সমমান পাশের সনদের ফটোকপি,  ২) এইচ,এস,সি,/সমমান পাশের সনদের ফটোকপি ৩) ২ কপি পাসপোর্ট সাইজ ছবি,   ৪)         জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধনের ফটোকপি

ভর্তি ফরম জমাদানের শেষ তারিখ     : ০৪/১০/২০১৯ খ্রিঃ, শুক্রবার, বিকাল ০৫.০০ ঘটিকা পর্যন্ত

বাছাই পরীক্ষা                : ০৫/১০/২০১৯ খ্রিঃ, শনিবার, সকাল ১০.০০ ঘটিকা

ফলাফল প্রকাশ                : ০৫/১০/২০১৯ খ্রিঃ, শনিবার, বিকাল ০৫.০০ ঘটিকা

ভর্তি                           : ০৬/১০/২০১৯ খ্রিঃ, রবিবার, দুপুর ০২.০০ ঘটিকা পর্যন্ত

ভর্তি ফি                      : ১,০০০/- (এক হাজার টাকা মাত্র)

ক্লাশ শুরু                   : ০৭/১০/২০১৯ খ্রিঃ, সোমবার, সকাল ০৯.০০ ঘটিকা

ক্লাসের সময়                 : শনিবার হতে বৃহস্পতিবার, সকাল ৯ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত

 

বিঃ দ্রঃ 

১) ইতোপুর্বে যারা জাপানে কর্মরত ছিলেন তাদের আবেদন করার প্রয়োজন নেই

২) প্রশিক্ষণকালীন সময়ে থাকা-খাওয়া খরচ প্রার্থীকে বহন করতে হবে

৩) প্রশিক্ষণকালীন সময়ে ক্লাসে নির্ধারিত ইউনিফর্ম পরিধান করতে হবে

৪) নিয়মিত শারীরিক ব্যয়াম করতে হবে

৫) প্রার্থীকে স্মার্ট, উদ্যমী, বিনয়ী, ধৈর্যশীল হতে হবে

৬) জাপানী ভাষা প্রশিক্ষণ কোর্সের সকল নিয়ম-কানুন মেনে চলতে হবে ।

(মোঃ মুছাব্বেরুজ্জামান)

অধ্যক্ষ (ভারপ্রাপ্ত)

মোবাঃ ০১৭১১ ৭১২০২৯