যশোর

যশোরের শার্শায় খামারে ছাগল চাষে স্বাবলম্বী

By Daily Satkhira

October 03, 2019

মোঃ রাসেল ইসলাম,বেনাপোল (যশোর)প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নে যৌথভাবে ছাগলের খামার গড়ে স্বাবলম্বীর পথে দুই খামারী।উদ্যোমী দুই যুবকের খামার দেখে আশপাশের অনেকে গড়ে তুলছেন ছাগলের খামার।

শার্শা উপজেলায় অনেকে বাণিজ্যিক ভাবে অনেকেই ব্লাক বেঙ্গল জাতের ছাগলের খামার গড়ে তুলেছেন। এদের মধ্য অন্যতম মিলন মেম্বার তার বন্ধু কাদের। ব্যাক্তি মালিকানাধীন পার্কের এক কোনে ২০ টি ছাগল নিয়ে গড়ে তোলে খামারটি। বর্তমানে ওই খামারে ছাগলের পরিমান প্রায় ৬০টি। খামার মালিক মিলন মেম্বার বলেন, সরকারের পৃষ্ট পোষকতা পাওয়া গেলে বিদেশে রপ্তানী যোগ্য ছাগল চাষে ব্যাপক সফলতা পাওয়া যাবে। অর্জন করা যাবে প্রচুর বৈদেশিক মুদ্রা।

শার্শা উপজেলা প্রানী সম্পদ অধিদপ্তর জয়দেব কুমার সিংহ বলেন,সরকারি ভাবে শার্শা উপজেলায় একাধিক খামার গড়ে তুলো হয়েছে। ব্লাক বেঙ্গল জাতের প্রায় এক লাখ ছাগল বিভিন্ন খামার মালিকরা চাষ করছে। তাদেরকে উপজেলা প্রানী সম্পদ দপ্তর থেকে পর্যাপ্ত সহযোগীতা করা হচ্ছে। এই ছাগল চাষে সফলতা আনার জন্য শিক্ষিত বেকারদের প্রশিক্ষন দেওয়া হচ্ছে।