সাতক্ষীরা

সাতক্ষীরা মেডিকেল কলেজের নবনির্বাচিত ইচিপ কমিটির বিবৃতি

By daily satkhira

October 04, 2019

সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ণ চিকিৎসক পরিষদের নবগঠিত কমিটি নিয়ে ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। শুক্রবার সাতক্ষীরা মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ হুমায়ুন ও সাধারণ সম্পাদক ডাঃ মিয়া আমিনুল ইসলাম স্বাক্ষরিত একপত্রে উল্লেখ করা হয়েছে, গত ২৯ সেপ্টেম্বর সাতক্ষীরা বিএমএ ভবনে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগ এর স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, সাতক্ষীরা বিএমএ এর সভাপতি, সাতক্ষীরা স্বাচিপ এর সিনিয়র সহসভাপতি ডাঃ মোঃ আজিজুর রহমান এবং সাতক্ষীরা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাকালিন অধ্যক্ষ, সাতক্ষীরা বিএমএ এর সাধারণ সম্পাদক ডাঃ এস জেড আতিক এর স্বাক্ষরে পূর্ণাঙ্গ একটি ইন্টার্ন চিকিৎসক পরিষদের কমিটি গঠন করা হয় যেখানে পূর্বে একটি মেয়াদোত্তীর্ণ আহ্বায়ক কমিটি ছিল।যেখানে সাতক্ষীরা স্বাচিপ এর সাধারন সম্পাদক ডাঃ মোঃ মনোয়ার হোসেনের পূর্ণ মৌন সম্পতি এবং নির্দেশে কমিটি প্রকাশ করা এবং কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি সাপেক্ষে নতুন ইচিপ কমিটি তাদের কার্যক্রম চালিয়ে যেতে শুরু করে। যেখানে বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ও স্বাচিপ এর সহসভাপতি ডাঃ সামসুর রহমান এর পূর্ণ সমর্থন ছিল এবং তিনি বলেছিলেন বিএমএ স্বাচিপ যদি কমিটিতে সম্মতি দেয় তাহলে আমার কোন সমস্যা নেই। কিন্তু বিএমএ স্বাচিপ এর দেওয়া কমিটিকে কেন্দ্র করে একদল কুচক্রী মহল বিএমএ স্বাচিপকে বিতর্কিত করার জন্য ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের এবং নবনির্বাচিত ইচিপ কমিটির বিরুদ্ধে নানাবিধ মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। এ ব্যাপারে ডাঃ কবির এবং ডাঃ রাহাতকে জিজ্ঞাসা করা হলে তারা কখনো এধরনের ষড়যন্ত্র করা থেকে বিরত থাকার প্রতিশ্রতি দেন। কিন্তু বাস্তবে তার কথা এবং কাজের মিল না পাওয়ায় ইচিপের সভাপতি এবং সাধারণ সম্পাদক ক্ষোভ প্রকাশ করেছে এবং এ ধরনের বিতর্কিত ও সিনিয়র নেতাদের বিতর্কত করায় তীব্র নিন্দা জানিয়েছে নবনির্বাচিত ইচিপ কমিটির নেতা কর্মীরা। প্রেস বিজ্ঞপ্তি