খুলনা

দাকোপে দেশি বীজ সংরক্ষণাগার ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

By daily satkhira

October 06, 2019

বাজারে হাইব্রীড বীজের চাপে দিন দিন হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ। হাইব্রীড বীজের ফসল উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থ একদিকে যেমন মাটির গুণাগুন ও উর্বরতা নষ্ট করছে, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের অবনতি ঘটাচ্ছে। দেশি বীজ সংরক্ষণ করে পুণঃরায় দেশি বীজে চাষাবাদের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা সম্ভব; বাংলাদেশ এনভায়রনমেন্ট এ্যান্ড ডেভেলপমেন্ট সোসাইটি (বেডস্) ও জাপান এনভায়রনমেন্টাল এডুকেশান ফোরাম (জীফে)-এর আয়োজনে সুন্দরবন উপকূলীয় এলাকায় স্থানীয় জাতের বীজ সংরক্ষণাগার প্রতিষ্ঠার মাধ্যমে কৃষি ও প্রাণবৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের আওতায় দেশি বীজ সংরক্ষণাগার-এর ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালায় উপস্থিত বক্তারা একথা বলেন। গত ৫ অক্টোবর ২০১৯ শনিবার খুলনা জেলার দাকোপ উপজেলার বাণিশান্তা ইউনিয়নের ইউনিয়নে উত্তর বাণিশান্তা গ্রামে উল্লিখিত প্রকল্পের ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দেশি জাতের বীজ সংরক্ষণের উদ্দেশ্যে ইতোমধ্যেই উত্তর বাণিশান্তা গ্রামে ইতোমধ্যেই একটি বীজ সংরক্ষণাগার স্থাপিত হয়েছে। এই বীজ সংরক্ষণাগার ব্যবস্থাপনার জন্য সাত সদস্য বিশিষ্ট একটি বীজ সংরক্ষণাগার ব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির সদস্যদের বীজ সংরক্ষণাগার ব্যবস্থাপনা বিষয়ে ৭ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। এই প্রশিক্ষণ কর্মশালায় তাদের বীজ সংরক্ষণাগার ব্যবস্থাপনার কৌশল বিষয়ে নানাবিধ প্রশিক্ষণ দেওয়া হবে, যা তাদের নেতৃত্ব প্রদানের ক্ষমতাকে বিকশিত করবে। উল্লেখ্য যে, দাতা সংস্থা জাপান ট্রাস্ট ফর গ্লোবাল এনভায়রনমেন্ট (জেটিজিই) এর সহায়তায় বেডস্ ও জীফ এর উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালার আয়োজিত হয়। এই প্রশিক্ষণ কর্মশালার অংশগ্রহণ করেন ৪০ জন স্থানীয় কৃষক, বেডস্ এর মোঃ আলামিন গাজী, এম. সাবরিন আহমেদ রতি, জনাব রজত শুভ্র গাইন, প্রশান্ত দেব ও বিশ্বজিত গাইন। প্রেস বিজ্ঞপ্তি