লাইফস্টাইল

সনি ব্রাভিয়া ইঞ্জিন কী ? সনি টিভির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

By Daily Satkhira

October 06, 2019

সনি ব্রাভিয়া ইঞ্জিন কী ? সনি টিভির উল্লেখযোগ্য বৈশিষ্ট্য

সেরা রেজোলিউশন এবং অডিও ভিজ্যুয়াল ইন্টিগ্রেটেড আর্কিটেকচারের জন্য ব্রাভিয়ার পরিচিতি। ব্রাভিয়া ইঞ্জিন ইমেজ প্রসেসিং প্রযুক্তির একটি স্যুট যা মোট ডিজিটাল প্রসেসিং স্টুডিও হিসাবে কাজ করে। এটি কোনও সংকেত থেকে চিত্রের মান উন্নত করতে কাজ করে। ফলে আপনি ছবি দেখার সময় পরিষ্কার, এবং আরও প্রাকৃতিক দেখতে পাবেন।

 

সনি ব্রাভিয়ার কিছু বৈশিষ্ট্য

 

১। ফ্লাট প্যানেল

 

২। ফুল এইচডি এবং ৪-কে রেজোলিউশান সাপোর্ট

 

৩। মোসানফ্লো এক্সআর ২০০ মেগাহার্টস

 

৪। ডলবি ডিজিটাল প্লাস সাউন্ড

 

৫। স্মার্ট কানেকটিভিটি

 

৬। ওইয়াইড কালার এনহেনসার

 

৭। কিছু মডেল ৩-ডি সাপোর্টটেড

 

বাজারে যেকোন ব্রান্ড এবং মডেলের টিভি আপনি কিনতে পারেন তবে সনি ব্রাভিয়া বাংলাদেশের উল্লখযোগ্য ব্রান্ডগুলোর মধ্যে একটি।