নজরুল ইসলাম রাজু : রাষ্ট্রীয়, সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিকেন্দ্রিকভাবে ঐক্যবদ্ধ হয়ে জঙ্গিবাদ নির্মূল করতে হবে, বর্তমান সরকারের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, এছাড়া বর্তমান উন্নয়নের ধারা ধরে রাখতে হলে শেখ হাসিনার ১৪ দলের সরকারকে আবারো ভোটদিয়ে জয় যুক্ত করতে হবে। ২০১৩ সালে সাতক্ষীরা বাসী যে ভাবে জামায়াত-শিবিরের তান্ডব সৃষ্টি করায় ঐক্যবন্ধভাবে প্রতিহত করেছে সেভাবেই সকলকে ঐক্যবন্ধ থাকতে হবে, একাদশতম নির্বাচন হবে নিরপেক্ষ ও স্বচ্ছ, জবাবদিহিতামূলক, এছাড়া পাটকেলঘাটা কে উপজেলায় রূপান্তিত করার জন্য মন্ত্রীয় সভায় প্রধান মন্ত্রীর কাছে সুপারিশ করা হবে, সাথে সাথে সাতক্ষীরায় পাবলিক বিশ্ববিদ্যালয় কারও দাবী জানানো হবে, এলাকার বিপর্যস্থ স্কুল কলেজসহ সকল শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বিষয়ে জানাবো উপরোক্ত কথা গুলো বলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি সভাপতি ও মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন। জঙ্গীবাদ সাম্প্রদায়িকতা, সা¤্রাজ্যবাদ, ঘুষ-দূর্ণীতি, বৈষম্য রুখে দাঁড়াও সমাজ বদলের রাজনীতি এগিয়ে নাও এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকাল ৫টায় পাটকেলঘাটার কুমিরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য (পলিট ব্যুরো) ও কপোতাক্ষ খননের রূপকার ইকবল কবির জাহিদ, পলিট ব্যুরো সদস্য মনোজ সাহা, স্বপন কুমার শীল, এ্যাড. ফাহিমুল হক কিসলু, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ভাইস চেয়ারম্যান ইখতিয়ার হোসেন, প্রভাষক সাবির হোসেন, এছাড়া বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সাতক্ষীরা জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মহিবুল্লাহ মোড়ল।