শিক্ষা ডেস্ক: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ (২১) হত্যার প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ চলছে। অথচ শিক্ষার্থী হত্যা আর ক্ষুব্ধ পরিস্থিতিতে ক্যাম্পাসে আসেননি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক সাইফুল ইসলাম।
বুয়েটের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা আবরার হত্যার বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি শেষ করতে পারছেন না ভিসি অধ্যাপক সাইফুল ইসলামকে খুঁজে না পেয়ে। আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, উপাচার্য ক্যাম্পাসে আসেননি। তার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বুয়েটের ভিসি অধ্যাপক সাইফুল ইসলামের ফোন নম্বরে কয়েকবার ফোন দেওয়ার পর ফোনটি রিসিভ করে নিজেকে উপাচার্যের ব্যক্তিগত সহকারী পরিচয় দিয়ে এক ব্যাক্তি বলেন, স্যার ঘুমিয়ে আছেন। তার সঙ্গে কথা বলা যাবে না। তিনি অসুস্থ তাই ক্যাম্পাসে যেতে পারেননি।
এদিকে আবরার হত্যার বিচার চেয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ক্যাম্পাসে ভিসিকে না পেয়ে স্থগিত ঘোষণা করেছে বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীরা।