সাতক্ষীরা

জেলা প্রশাসকের নেতৃত্বে সাতক্ষীরা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

By Daily Satkhira

October 08, 2019

আসাদুজ্জামান: “জেলা আমার, দায়িত্ব আমার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরা শহরে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় শহরের খুলনা রোড মোড় থেকে নারকেলতলা অভিমুখে জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের নেতৃত্ব এই অভিযান শুরু হয়। এ সময় জেলা প্রশাসক খুলনা রোড সংলগ্ন ফার্মেসি ও ক্লিনিক মালিকদের প্রতি নিজ নিজ দোকান ও প্রতিষ্ঠানের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহবান জানিয়ে তাদেরকে সতর্ক করেন। এ সময় তিনি বলেন, নিজেদের দোকানপাট নিজেরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দোকানের সামনে পলিথিন, প্লাস্টিকসহ কোন ময়লা আবর্জনা ফেলা যাবে না। ফেললে এর দায়-দায়িত্ব দোকান মালিককেই বহন করতে হবে। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সরকারের উপপরিচালক হুসাইন শওকত, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বদিউজ্জামান, এনডিসি স্বজল মোল্লা, আরডিসি দেওয়ান আকরামুল হক, সমাজ সেবক আবুল কালাম বাবলা, জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন, স্কাউটস সম্পাদক পল্টু বাসার সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা এই পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।

প্রসঙ্গত, গত ১৭ সেপ্টেম্বর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন জেলা গড়ে তোলার লক্ষ্যে জেলাব্যাপী চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। মানুষকে সচেতন করার লক্ষ্যে শুরু হয়েছে এই প্রচার প্রচারণা।