শিক্ষা

ঝাউডাঙ্গা কলেজে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

By Daily Satkhira

March 29, 2017

নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সদরের ঝাউডাঙ্গা কলেজ প্রাঙ্গণে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বলেন, ‘১৯৭১ সালের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত বাঙালির স্বাধীনতার মূলনীতিকে ধ্বংস করতে আবারো মরিয়া হয়ে উঠেছে একাত্তরের পরাজিত শক্তি। এবার তারা আর্বিভূত হয়েছে জঙ্গিরুপে। তারা সারা দেশে একের পর এক তা-ব চালাচ্ছে, হুমকি দিচ্ছে দেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করে অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। ক্ষমতার পালা বদলে নানাভাবে আমাদের স্বাধীনতার সঠিক ইতিহাস বিকৃত হয়েছে। তাই স্বাধীনতার সঠিক ইতিহাস শিক্ষার্থীদের জানানোর আহবান জানান’। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব ড. মোল্যা আমির হোসেন, সরদার এ মজিদ, সাবেক ঝাউডাঙ্গা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মাষ্টার আনিছউদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আমিনুল ইসলাম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক ইয়ারব হোসেন, ঝাউডাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রমজান আলী বিশ্বাসসহ কলেজ পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনা সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সব শেষে সাতক্ষীরা নবধারা সংগীত একাডেমীর পরিবেশনায় এবং নবধারা সংগীত একাডেমীর পরিচালক কামরুল ইসলামের পরিচালনায় পরিবেশিত হয় মনোঙ্গ সঙ্গীতানুষ্ঠান। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।