খেলা

প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপের পথেই ব্রাজিল

By Daily Satkhira

March 29, 2017

স্পোর্টস ডেস্ক : গত বছরের সেই মার্চে অধিনায়কের আর্মব্যান্ড পড়েছিলেন ব্রাজিল তারকা নেইমার। দীর্ঘ বিরতি দিয়ে বুধবার প্যারাগুয়ের বিপক্ষে সেই ভূমিকায় নেমেই আলো ছড়ালেন। বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে প্যারাগুয়েকে ৩-০ গোলে হারিয়েছে তার দল।

এই জয়ে আপাতদৃষ্টিতে বিশ্বকাপে পা দিয়েই ফেলেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়নরা। সাও পাওলোতে ক্যারিয়ারের ৫২তম গোল করেছেন ব্রাজিল অধিনায়ক নেইমার।

শুরু থেকে তেতে থাকা ব্রাজিল গোলের দেখা পায় ৩৪ মিনিটেই। পলিনহোর সহায়তায় জালে বল জড়ান ফিলিপ কুতিনহো। দ্বিতীয়ার্থের ৬৪ মিনিটে ব্যবধান বাড়ান নেইমার। অবশ্য এর আগে একটি পেনাল্টি মিস করে বসেন ব্রাজিল অধিনায়ক। ৮৬ মিনিটে শেষ গোলটি করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন মার্সেলো।

ম্যাচে শুরু থেকেই নেইমারকে ঘিরে আক্রমণাত্মক ভঙ্গিতে ছিল প্যারাগুয়ে। তাকে বেশ কয়েকবারই ফাউল করে বসেন প্রতিপক্ষ খেলোয়াড়রা। কিন্তু তাতেও দমে যাননি নেইমার। নিজের স্বভাবসুলভ কৌশলে গেছেন এড়িয়ে।

দুঙ্গার পর তিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই উড়ন্ত পারফম করে যাচ্ছে ব্রাজিল। যার ধারাবাহিকতা রয়েছে এই ম্যাচেও। এর মধ্য দিয়ে ৯ পয়েন্ট বাড়িয়ে টেবিলের শীর্ষেই রয়েছে তিতের ব্রাজিল। ১৪ ম্যাচে তাদের পয়েন্ট ৩৩। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে পরেই রয়েছে উরুগুয়ে।